‘কৃত্রিম সূর্য’ বানিয়ে ফেলল চিন, তাপমাত্রা হতে পারে ১৫ কোটি ডিগ্রি সেলসিয়াস

বাংলা হান্ট ডেস্ক: ‘কৃত্রিম সূর্য’ (Artificial Sun)বানিয়ে ফেলল চিন। না, এটি আমাদের আসল সূর্যের মতো আকাশে ঠাই পায়নি। আসলে এটি একটি নিউক্লিয়ার ফিউসন রিয়্যাক্টর  দেশের দক্ষিণ-পশ্চিমে সিচুয়ান প্রদেশে প্রথমবারের জন্য এই নিউক্লিয়ার ফিউসন রিয়্যাক্টরের সফল পরীক্ষা করল চিন। আর এর উচ্চ তাপমাত্রার জন্যই এর পোশাকি নাম ‘কৃত্রিম সূর্য’। এই পরীক্ষার ফলে সেদেশের নিউক্লিয়ার পাওয়ার পরীক্ষা একধাপে অনেকটাই এগিয়ে গেল।

এই রিয়্যাক্টরের নাম এইচএল-২এম । এটিই চিনের সবচেয়ে বড় ও উন্নত আধুনিক নিউক্লিয়ার ফিউসন রিয়্যাক্টর। চিনের সংবাদপত্র পিপলস ডেইলি সূত্রে জানানো হয়েছে, এই রিয়্যাক্টরে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের  মাধ্যমে গরম প্লাজমাকে মিশ্রিত করা হয়। আর তার জেরে এর তাপমাত্রা ১৫ কোটি ডিগ্রি সেলসিয়ার পর্যন্ত পৌঁছে যেতে পারে, যা সূর্যের কেন্দ্রের গড় তাপমাত্রা থেকে ১০ গুন পর্যন্ত বেশি।

ওই সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে আরও জানানো হয়েছে, ২০০৬ সাল থেকে এই উন্নত নিউক্লিয়ার ফিউসন রিয়্যাক্টরের ওপর কাজ করছেন চিনের বিজ্ঞানীরা। এর ফলে সেদেশের বিদ্যুতের চাহিদা যেমন মিটবে, তেমনই দেশের অর্থনীতিও অনেকটাই উন্নত হবে।

এর পাশাপাশি আন্তর্জাতিক স্তরে থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিয়্যাক্টরের ওপরও কাজ করার চিন্তা ভাবনা করছে চিন। উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার ফিউসন রিয়্যাক্টর তৈরির কাজ চলছে ফ্রান্সে। ২০২৫ সালের মধ্যে এটির কাজ শেষ হবে বলে আশা।

সম্পর্কিত খবর