WHO কে চিঠি লিখে হুমকি দিলেন ট্রাম্প, বললেন ৩০ দিন সময় দিলাম

Published On:

বাংলাহান্ট ডেস্ক :করোনা (corona)নিয়ে প্রতিদিন নতুন উত্তেজনা বাড়িয়ে একধাপ করে এগোচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(donald trump)। আমেরিকা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লুএইচও) মধ্যে বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস নিয়ে দ্বন্দ্ব আরও বাড়ছে। কিছু দিনে আগেও করোনা নিয়ে ট্রাম্পকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছিলো। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাব্লুএইচও প্রধান টেড্রোস ঘেরবায়েসকে একটি চিঠি লিখেছেন। ট্রাম্প এই চিঠিতে লিখেছেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি আগামী তিরিশ দিনের মধ্যে তার নীতি ও সংস্থায় কোনও বড় পরিবর্তন না করে, তবে আমেরিকা তার তহবিল চিরকালের জন্য বন্ধ করে দেবে। ট্রাম্প চিঠিতে আরও লিখেছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আমেরিকাও তার সদস্যপদ নিয়ে পুনর্বিবেচনা করতে পারে।

ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের কারণ 

ডোনাল্ড ট্রাম্প আরো লিখেছিলেন যে ডাব্লুএইচওর উচিত পরবর্তী ত্রিশ দিনের মধ্যে একটি কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত, অন্যথায় তিনি মার্কিন রাষ্ট্রপতি হিসাবে তার দেশের জনগণের করের অর্থ নষ্ট করতে পারবেন না।শুধু তাই নয়,  মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত অভিযোগ করে আসছে যে ডাব্লুএইচও করোন ভাইরাসগুলির ক্ষেত্রে চূড়ান্ত অবহেলা করেছে এবং চীন নিয়ে ব্যবস্থা নিচ্ছেনা, এ কারণেই বিশ্ব ক্ষতিগ্রস্থ হচ্ছে। আর করোনা নিয়ে প্রথম থেকেই চাপা সুরে বক্তব্য রেখেছেন ট্রাম্প।

চিঠিতে জানানো অভিযোগ 

মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের লেখা একটি চিঠিতে ডাব্লুএইচও-র বিরুদ্ধে ডিসেম্বর ২০১৯ সালে উহান থেকে করোনার ভাইরাস সম্পর্কিত সমস্ত রিপোর্ট উপেক্ষা করার অভিযোগ এনেছে। আর এর  মধ্যে  করোনা  পরিস্থিতি যাতে শীঘ্রই বদলানো যায়  সেই নিয়ে প্রথম থেকেই চেষ্টা করছে হু।

X