আমেরিকার নির্বাচনে ট্রাম্পকে হারানোর জন্য চীন থেকে ষড়যন্ত্র চলছে হলে দাবি খোদ ডোনাল্ড ট্রাম্পের

কিছু দিন আগেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বাণিজ্যচুক্তি করেন ট্রাম্প। সবই ঠিক চলছিল। কিন্তু করোনা বদলে দিলো সমস্তটাই। আর এই করোনার জন্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে সারা দেশে তা ছড়িয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প জানায় যে বিরোধী ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনকে জেতানোর চেষ্টা করবে চীন । বুধবার এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার মনে হয়েছে চীন ষড়যন্ত্র করবেই। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হবে নভেম্বর মাসে

IMG 20200501 WA0001

আমেরিকা যে পরিমাণ পণ্য চিন থেকে আমদানি করতে, রফতানি করত তার চেয়ে অনেক কম। টাই এখন ব্যবসাইক সমস্যা দেখা দিয়েছে। তার মধ্যেই তিনি বলেন,” চিন এখন সবাইকে বোঝাতে চাইছে, তারা আগে থেকে কিছু জানত না। আর এজন্য আমাকেও ভোটে হারানোর চেষ্টা করবে। ”

করোনা পরিস্থিতি যেন সমগ্র বিশ্বে থাবা বসিয়েছে। আর এর প্রকোপ থেকে বাঁচার জন্য মানুষ এখন ঘরে বন্দী এমনকি সামাজিক দূরত্ব পালন করছে।। দ্বিতীয়বারের জন্য ভোটে দাঁড়াবেন ট্রাম্প। আর এবার তিনি জিতবেন কিনা সেই নিয়ে দেখা দিচ্ছে ধোঁয়াশা।


সম্পর্কিত খবর