সুখবর: লকডাউনের মধ্যে কমল গ্যাসের দাম, মধ্যবিত্তদের জন্য স্বস্তি

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (corona) আর লকডাউনে (lockdown) দুর্ভোগের মুখে পড়া মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর। দাম কমল ভরতুকি-বিহীন এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের।সিলিন্ডারপিছু ১৯০ টাকা কমল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। সিলিন্ডারের দাম হল ৫৮৪ টাকা ৫০ পয়সা। অন্যদিকে ভর্তুকহীন বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দাম কমেছে ২৬২ টাকা ৫০ পয়সা।

lockdown 2222

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সারা দেশে যখন লকডাউন চলছে, তখনই এল খুশির খবর। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কমল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় গ্যাসের দাম কমল ১৯০ টাকা। ফলে ভর্তুকিহীন গ্যাসের দাম কমে দাঁড়াল ৫৮৪ টাকা ৫০ পয়সা। এপিলে রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছিল ৭৭৪ টাকা ৫০ পয়সা। সেই নিরিখে স্বস্তি মিলল অনেকটাই।

lpg

আন্তর্জাতিক (International) বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। তারপর ১ মার্চ গ্যাসের দাম কমে দাঁড়ায় ৮৩৯ টাকা। এবার তা থেকেও আরও কমল গ্যাসের দাম। ফলে মধ্যবিত্তদের হেঁসেলে যে আগুন লেগেছিল, তার নিবৃত্তি ঘটল খানিকটা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গ্যাসের দাম নির্ধারণে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি প্রতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করে। সেইমতোই মে মাসেও দাম নির্ধারণ করল।

সম্পর্কিত খবর