টিকটকে ভাইরাল হলেন কিম জং! কথায় কথায় চেপে দেন লাল বোতাম

বাংলাহান্ট ডেস্কঃ উত্তর কোরিয়ার (North Korea) শাসক কিম জং উনের (Kim Jong-un) অন্তর্ধান রহস্যের মধ্যেই দেখা গেল আর এক কিম জং উনকে। যে টিকটিক এবং ইউটিউব ভিডিতে নিজেকে কিম জং বলে দাবী করছে। এবং বলছে সে ভালো আছে। এমনকি তাঁকে ভিডিওর মধ্যে বারবার লাল বোতাম টিপতেই দেখা যাচ্ছে। স্যোশাল মিডিয়ায় এই ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছে।

tiktok 23222

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় কয়েকটি ভিডিও ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার কিম জং উন টিকটক এবং ইউটিউবের মাধ্যমে নাগরিকদের বার্তা দিচ্ছেন। তিনি বলছেন, ‘আমি কিম জং উন। আমি ভালো আছি’। আর এই ভিডিও ভাইরাল হতেও, নেটদুনিয়ায় শোরগোল পড়ে গেছে। তবে বিশদে খতিয়ে গিয়ে দেখা যায়, তিনি আসলে কিম জন উন নন। ওনার মতো দেখতে একজন ব্যক্তি। যার নাম পুরিনসোগুন। এবং এই ব্যক্তি স্যোশাল মিডিয়া তথা, টিকটক এবং ইউটিউবে খুবই জনপ্রিয়।

tiktok

সমগ্র বিশ্ব যখন করোনা ভাইরাসের (COVID-19) আতঙ্কে আতঙ্কিত হয়ে আছে, তখন এই ব্যক্তি স্যোশাল মিডিয়ায় বিভিন্ন রকম মজার ভিডিও আপলোড করেই চলেছেন। যা দেখে সে দেশের নাগরিকরা খুবই আনন্দ পাচ্ছেন। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় কিমের মতো দেখতে এই ব্যক্তি কয়েকটি ভিডিও আপলোড করেছে। যেখানে তাঁকে দেখে পুরো কিমের মটোই লাগছে। এমনকি তিনি কিমের মতো চশমাও পড়েছেন। এবং ভিডিওতে নিজেকে কিম বলেও দাবী করছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে প্রচুর মানুষ এই ভিডিও ডাউনলোডও করেছেন।

https://www.tiktok.com/@purinsyogun/video/6818160615534726401?referer_url=https%3A%2F%2Fm.aajtak.in%2Ftrending-clicks%2Fgallery%2Fkim-jong-un-tik-tok-and-youtube-videos-viral-on-social-media-tstg-49629-2020-05-01&referer_video_id=6818160615534726401

এই পুরিনসোগুনকে আবার ভিডিওতে একটি লাল বোতামকে বারবার টিপতে দেখা গেছে। অনেকে আবার এই কাজকে পারমাণবিক বোমার বোতামের সাথেও তুলনা করেছেন। টিকটকে তাঁর হাজার হাজার ফলোয়ার রয়েছে। এবং ইউটিউবেও তাঁর ৫০ হাজার অনুগামী রয়েছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর