রাশিয়াকে শায়েস্তা করতে ফের নতুন পরিকল্পনা ট্রাম্পের! প্রভাবিত হবে ভারতও? মিলল বিশেষ ইঙ্গিত

Published on:

Published on:

Donald Trump has new plan to punish Russia and India.

বাংলাহান্ট ডেস্ক:- নতুন করে ভারতের (India) ওপরে ট্রাম্পের (Donald Trump) শুল্ক আরোপের আশঙ্কা। ইউক্রেনে (Ukraine) রাশিয়ার (Russia) নতুন করে বিধ্বংসী হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিয়েভের সচিবালয়ে ক্ষেপণাস্ত্র হামলার পর রবিবার তিনি স্পষ্ট করে জানান, আমেরিকা (America) খুব শিগগিরই রাশিয়ার উপর নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। যদিও কী ধরণের নিষেধাজ্ঞা জারি হবে তা নিয়ে এখনও বিস্তারিত জানাননি তিনি। তবে ট্রাম্পের সুর থেকেই পরিষ্কার, এই পদক্ষেপ রাশিয়ার পাশাপাশি তার তেল ক্রেতা দেশগুলিকেও প্রভাবিত করতে পারে।

ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি (India)

রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলা ছিল ভয়াবহ। ইউক্রেনের সেনা সূত্রের দাবি, একসঙ্গে ৮০০-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। এতে রাজধানীর বহু গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়, নিহত হয়েছেন অন্তত দু’জন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। যুদ্ধ শুরুর পর এটিই সবচেয়ে বড় হামলা বলে মনে করছে ইউক্রেন প্রশাসন। হামলার ফলে শুধু ক্ষয়ক্ষতিই নয়, যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এরপরই আরও ট্রাম্প রাশিয়া সহ ভারতকেও (India) নতুন করে ‘শাস্তির’ হুমকি দেন।

আরও পড়ুন:- “এই জয় আরও স্পেশাল, কারণ…”, হকি এশিয়া কাপে ভারতের জয়ে গর্বিত মোদী, জানালেন অভিনন্দন

এরই মধ্যে হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পকে (Donald Trump) প্রশ্ন করা হয়, আমেরিকা কি রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে? উত্তরে ট্রাম্প বলেন, “হ্যাঁ, রাশিয়ার উপর নতুন করে বড় নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি শুরু হয়েছে।” শুধু রাশিয়া নয় ভারত (India) সহ রাশিয়া থেকে যারা তেল কিনছে তাদের ওপরেও নিষেধাজ্ঞার জারি করতে পারে বলে জানিয়েছেন। যদিও নিষেধাজ্ঞার প্রকৃতি বা ক্ষেত্র নিয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।

ট্রাম্পের (Donald Trump)  বক্তব্যের আগে আরও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট। তিনি বলেন, “যে দেশগুলি রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কিনছে, তাদের উপর ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে আরও শুল্ক ও নিষেধাজ্ঞা চাপাবে।” তাঁর দাবি, “এই কৌশল রাশিয়ার অর্থনীতিকে ভেঙে দেবে এবং পুতিনকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে।” তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েনের (Ursula von der Leyen) সঙ্গে ফোনালাপে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

Donald Trump has new plan to punish Russia and India.

আরও পড়ুন:- শেষ করতে দেওয়া হল না গান, লন্ডনে অরিজিতের শোতে যা কাণ্ড ঘটল… ক্ষোভে ফুঁসছেন ভক্তরা

যদিও সরাসরি কোনও দেশের নাম নেওয়া হয়নি, তবুও বিশ্লেষকরা মনে করছেন এই মন্তব্যের মূল লক্ষ্য ভারতকেই (India) ঘিরে। কারণ, রাশিয়ার থেকে সবচেয়ে বেশি তেল কেনে চিন, তার পরেই দ্বিতীয় স্থানে ভারত (India)। ট্রাম্প (Donald Trump) একাধিকবার অভিযোগ করেছেন, ভারত রাশিয়ার থেকে তেল কিনে কার্যত মস্কোর যুদ্ধযন্ত্রকে সচল রাখছে। তবে চিন ইস্যুতে ট্রাম্প বারবার নীরব থেকেছেন।

এর আগেই মার্কিন প্রশাসন ভারতের (India) উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছে। প্রথমে ২৫ শতাংশ এবং রাশিয়ার থেকে তেল কেনার অভিযোগে আরও ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছিল। নয়াদিল্লি প্রকাশ্যে এই সিদ্ধান্তকে “অনৈতিক, অযৌক্তিক ও অন্যায্য” বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল। তবে ট্রাম্পের (Donald Trump) বক্তব্যের পর এবার শুধু শুল্ক নয়, ভারতের উপর সরাসরি নিষেধাজ্ঞা জারি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে গিয়ে ট্রাম্প কি তবে ভারতকেও (India) নিশানায় টানতে চলেছেন? মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য ও মার্কিন অর্থসচিবের হুঁশিয়ারি থেকে সেই জল্পনাই জোরদার হচ্ছে। এর ফলে ভারত-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, তা নিয়েই এখন জোর আলোচনার ঝড়।