পুতিনকে চূড়ান্ত আলটিমেটাম, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

Published on:

Published on:

Donald Trump

বাংলাহান্ট ডেস্ক- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার জন্য ফের কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানালেন, “আগামী দু’সপ্তাহের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। রাশিয়া (Russia) যদি শান্তি চুক্তির পথে না আসে, তাহলে ফল খুব খারাপ হবে।”

কড়া হুঁশিয়ারি ট্রাম্পের (Donald Trump)

ট্রাম্প বলেন, যদি রাশিয়া যুদ্ধবিরতির (Ceasefire) পথে না এগোয়, তবে আমেরিকা (America) শুধু শুল্কবাণেই থামবে না। তার সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কড়াকড়িও চাপানো হবে। তিনি সতর্ক করে দেন, আগামী চোদ্দ দিনের মধ্যে পরিস্থিতি না বদলালে ওয়াশিংটন কড়া পদক্ষেপ নিতে পিছপা হবে না।

আলাস্কায় ব্যর্থ বৈঠক

গত শুক্রবার আলাস্কায় তিন ঘণ্টা ধরে পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু আলোচনার পরও কোনও সমাধান বের হয়নি। ইউক্রেনের (Ukraine) সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

Donald Trump

আরও পড়ুন:- ‘আত্মনির্ভর’ প্রতিরক্ষায় ঐতিহাসিক অগ্রগতি, পঞ্চম প্রজন্মের জেট দেশেই তৈরি হবে, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

জেলেনস্কির সঙ্গে কৌশলগত বৈঠক

এরপর সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Vladimir Zelensky) ও কয়েকজন ইউরোপীয় রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, প্রয়োজনে ইউরোপের নিরাপত্তা রক্ষায় আমেরিকা সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত। পাশাপাশি ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

বিশেষজ্ঞদের বলছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি রাশিয়া-আমেরিকা সম্পর্কের টানাপোড়েন আরও বাড়াতে পারে। তবে মার্কিন প্রশাসন মনে করছে, কঠোর অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপ রাশিয়াকে আলোচনার পথে ফেরাতে পারে। আগামী দুই সপ্তাহে এই কূটনৈতিক টানাপোড়েন কোন পথে যায়, তা নিয়েই এখন আন্তর্জাতিক মহলের নজর রয়েছে।