সুলেমানি হত্যা নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প

বাংলা হান্ট ডেস্কঃ মার্কিন হামলায় সম্প্রতি ইরানের সেনানায়ক কাশেম সুলেমানির মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে গোটা বিশ্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ক্ষোভে ফেটে পড়েছে ইরান। প্রতিশোধের জন্য কী কী করবে সেই পরিকল্পনাই আঁটছে এখন ইরান। এই পরিস্থিতিতে সুলেমানিকে হত্যা করার কারণ এবং কীভাবে মারা হল তাঁকে তার পুরো ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Qasem Soleimani trump

বাগদাদের বিমানবন্দরে ইরানের প্রাক্তন সেনা প্রধান কাশেম সুলেমানিকে টার্গেট করা হয় প্রথমে। এক ফান্ড রাইজিং-এর সভা থেকে ট্রাম্প মুখ খুললেন এ বিষয়ে। মার্কিন সেনার তরফে ট্রাম্পের নির্দেশমতো সুলেমানিকে হত্যা করার দু- মিনিট ১১ সেকেন্ড আগে থেকে ট্রাম্পরে অ্যালার্ট দেওয়া হয়েছিল।  এরপর মাত্র এক মিনিট..৩০ সেকেন্ড… দশ, নয়, আট কাউন্ট ডাউন করতে করতে এক বলতেই বিস্ফোরণ । ফোনের ওপার থেকে ট্রাম্পের কানে আসে ‘ওঁরা আর নেই স্যার।’এভাবেই এক নাটকীয় বিবরণ সকলের সামনে সভায় তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এখানেই শেষ নয়, সুলেমানি হত্যা করার কারণও তিনি এদিনের সভায় ব্যাখ্যা করেন। ট্রাম্প জানিয়েছেন,  আমেরিকা সম্পর্কে খারাপ প্রচার করতে শুরু করেছিলেন সুলেমানি। আমেরিকা ইরানকে নাকি আক্রমণ করতে পারে, এমন তথ্য প্রচার করেন কাশেম সুলেমানি। মার্কিন গোয়েন্দা সূত্রে সে খবর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এসে পৌছতেই সুলেমানিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানালেন ট্রাম্প। ট্রাম্পের নির্দেশ মতোই কাজ করেন মার্কিন সেনাবাহিনী। প্রসঙ্গত সুলেমানির মৃত্যুর পরই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি প্রতিশোধ নিতে  মার্কিন সেনা ছাউনিকে লক্ষ্য করে মিসাইল উত্ক্ষেপণ করে ইরান।


সম্পর্কিত খবর