জার্মানির চেয়েও কড়া পদক্ষেপ নিতে পারে আমেরিকা, সাংবাদিক বৈঠকে চীনকে হুঁশিয়ারি ট্রাম্পের

বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণ-এর জন্য ইতিমধ্যে চীনকে দায়ী করছে বিভিন্ন দেশ। করোনার কারনে হওয়া ক্ষতির ক্ষতিপূরণ বাবদ ইতিমধ্যেই ১৩ হাজার কোটি ইউরো দাবি করবে বলে জানিয়েছে জার্মানি। এবার আরো বড় ক্ষতিপূরণ উসুল করবার হুমকি দিয়ে রাখলেন মার্কিন রাষ্ট্র প্রধান ডোনাল্ড ট্রাম্প।

সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, জার্মানির মত আমেরিকাও চীনের থেকে ক্ষতি পূরন আদায়ের কথা ভাবছে কিনা? তার উত্তরে ট্রাম্প বলেন, চীনের ব্যাপারে তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন, দোষী প্রমাণিত হলে চীনকে তার ফল ভুগতেই হবে, “আমরা আরও সহজ পথ অবলম্বন করব। কী পরিমাণে অর্থ চাইব, তা এখনও চূড়ান্ত হয়নি।”

103150901 103144942 trump 23rd august epa

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, “এই ক্ষতির জন্য চিনকে অনেকভাবে দায়ী করা যায়। আপনারা হয়তো জানেন, আমরা খুব গুরুত্ব দিয়ে চিনের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছি। চিনের কাজকর্মে আমরা একেবারেই খুশি নই।”

করোনা ভাইরাসের জেরে সমগ্র বিশ্ব এখন আতঙ্কিত। ২৮ লক্ষেরও বেশি মানুষ এই মারণ ভাইরাসের কারণে আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন প্রায় ২ লক্ষ মানুষ। এই ভাইরাস চীনে উৎপন্ন হলেও আমেরিকা এখন এই ভাইরাসের কারণে ভয়ঙ্কর ক্ষতির মুখোমুখি হয়েছে। ইতিমধ্যেই সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ছাড়িয়ে গেছে এবং ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়ে গিয়েছে।

পাশাপাশি,   আমেরিকার  চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করার জন্য প্রায় সাড়ে ৪ লক্ষ ডাক্তারি স্যুট পাঠাল ভিয়েতনাম। এক সময়কার শত্রু দেশ আজ বন্ধুর মতো আমেরিকার বিপদের সময়ে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে।


সম্পর্কিত খবর