হলিউড বাঁচাতে ট্রাম্পের কঠোর সিদ্ধান্ত, ক্ষতির মুখে ভারতীয় চলচ্চিত্র শিল্প?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: ভারতে উৎসবের আমেজের মধ্যেই ফের আন্তর্জাতিক বাণিজ্যের ময়দানে চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । সোমবার সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন, আমেরিকায় প্রদর্শিত সমস্ত বিদেশি সিনেমার উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। এর আওতা থেকে বাদ যাবে না ভারতীয় সিনেমাও। ট্রাম্পের কথায়, “বাচ্চার হাত থেকে লজেন্স কেড়ে নেওয়ার মতোই আমেরিকার সিনেমা তৈরির ব্যবসায় ভাগ বসাচ্ছে অন্য দেশগুলি।” তাঁর দাবি, বিদেশি ছবির ভিড়ে হলিউডের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই এই কঠোর পদক্ষেপ প্রয়োজন।

বিদেশি সিনেমায় শুল্ক আরোপ ট্রাম্পের (Donald Trump)

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসেই ট্রাম্প (Donald Trump) হুঁশিয়ারি দিয়েছিলেন বিদেশি ছবির উপর অতিরিক্ত কর চাপানোর বিষয়ে। এবার সেই হুঁশিয়ারি বাস্তবায়নের পথে হাঁটলেন তিনি। প্রশ্ন উঠছে, এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য? বলিউড থেকে দক্ষিণ ভারতের আঞ্চলিক সিনেমা—সব কিছুরই বৈদেশিক আয়ের বড় অংশ আসে মার্কিন বাজার থেকে। পরিসংখ্যান বলছে, হিন্দি ও আঞ্চলিক মিলিয়ে ভারতীয় ছবির মোট বৈদেশিক আয়ের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ আমেরিকা থেকে আসে। এবার ১০০ শতাংশ শুল্ক চাপানোয় আমেরিকায় ভারতীয় সিনেমার টিকিটের দাম আকাশছোঁয়া হবে। এতে দর্শক কমে যাবে এবং সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয় প্রযোজক ও পরিবেশকরা।

আরও পড়ুন:SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! এই দিন থেকে হতে চলেছে বড় পরিবর্তন

শুধু ভারত নয়, এই নিয়মে বিশ্বের সমস্ত দেশই ধাক্কা খাবে। কিন্তু ভারতের ক্ষেত্রে প্রভাব বেশি হবে, কারণ গত কয়েক বছরে বলিউড এবং দক্ষিণী সিনেমা মার্কিন প্রেক্ষাগৃহে অভূতপূর্ব জনপ্রিয়তা পেয়েছে। ব্লকবাস্টার হিন্দি ছবি হোক বা তেলুগু, তামিলের বিশাল বাজেটের অ্যাকশন সিনেমা—সবকটিই আমেরিকার বাজার থেকে বিপুল মুনাফা তুলেছে। এখন সেই জায়গায় প্রবল সংকট তৈরি হল (Donald Trump)।

উল্লেখ্য, কেবল সিনেমাই নয়, সম্প্রতি একের পর এক খাতে শুল্ক বসাচ্ছেন ট্রাম্প। কিছু দিন আগেই ওষুধের উপর ১০০ শতাংশ কর চাপান তিনি। পাশাপাশি গৃহস্থালির নানা সামগ্রীর উপর ৫০ শতাংশ, আসবাবপত্রের উপর ৩০ শতাংশ এবং মালবাহী ট্রাকের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তাঁর যুক্তি, আমেরিকার মাটিতেই এসব পণ্য উৎপাদন করতে হবে। এর ফলে ভারতীয় ওষুধ রপ্তানিকারীদেরও বিশাল ক্ষতির মুখে পড়তে হচ্ছে (Donald Trump)।

Donald Trump to imply tariff on Indian cinema.

আরও পড়ুন:দুর্গাষ্টমীতে বিশ্বজয়ের সফর শুরু হরমনপ্রীত বাহিনীর! জাতীয় সঙ্গীত গেয়ে উজ্জীবিত করলেন শ্রেয়া

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের (Donald Trump) এই সিদ্ধান্ত মূলত আমেরিকার স্থানীয় শিল্পকে রক্ষা করার প্রচেষ্টা। তবে এর ফলে বৈশ্বিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে চলেছে। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির বড় অংশ মনে করছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে তাদের অবস্থান দুর্বল করে দেবে। আর উৎসবের মরসুমে এই খবর আসায় বলিউড এবং দক্ষিণী ছবির প্রযোজকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।