বাংলা হান্ট ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে এবার বড় ঘোষণা করলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি বলেছেন যে, তিনি যদি আবারও দেশের শীর্ষ পদে নির্বাচিত হন সেক্ষেত্রে মহিলাদের জন্য IVF (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতির মাধ্যমে গর্ভধারণের প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। তবে ট্রাম্প তাঁর এই পরিকল্পনা কীভাবে কাজ করবে এবং কীভাবে ফান্ডিং হবে তা ব্যাখ্যা করেননি।
বড় ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump):
“আমরা আরও সন্তান চাই”: মিচিগানে একটি ইভেন্টের সময়ে ট্রাম্প (Donald Trump) জানান, “আমি আজ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করছি যে ট্রাম্প প্রশাসনের অধীনে, আপনার সরকার বা আপনার বিমা কোম্পানি IVF-এর সাথে সম্পর্কিত সমস্ত খরচ বহন করবে। সোজাভাবে বলতে গেলে এর কারণ হল, আমরা আরও সন্তান চাই।”
IVF পদ্ধতি কি: জানিয়ে রাখি যে, IVF পদ্ধতির মাধ্যমে, শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে নিষিক্তকরণের প্রক্রিয়া পরীক্ষাগারে করা হয় এবং তা থেকে প্রস্তুত ভ্রূণ মহিলার জরায়ুতে রোপণ করা হয়। এই পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল। পাশাপাশি, IVF পদ্ধতির সফলতার কোনও নিশ্চয়তা নেই। মা হতে ইচ্ছুক অনেক নারীকে গর্ভধারণের জন্য একাধিকবার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।
আরও পড়ুন: জমে যাবে IPL-এর নিলাম! রোহিত শর্মার জন্য বরাদ্দ ৫০ কোটি টাকা? কি জানালেন সঞ্জীব গোয়েঙ্কা?
এদিকে, আগামী নভেম্বরে প্রস্তাবিত রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প (Donald Trump) এমন এক সময়ে এই ঘোষণা করেছেন যখন তিনি সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগের জন্য ডেমোক্র্যাটিক নেতাদের আক্রমণের মুখে রয়েছেন। যাঁরা আমেরিকায় মহিলাদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এমতাবস্থায়, ট্রাম্প এই ইস্যুতে আত্মপক্ষ সমর্থনের জেরে নিজেকে “মহিলাদের প্রজনন অধিকারের দৃঢ় প্রবক্তা” হিসেবে উপস্থাপন করেছেন।
আরও পড়ুন: জয় ICC চেয়ারম্যান হওয়ায় অমিত শাহকে কটাক্ষ মমতার! পাল্টা জবাব দিয়ে “পোল” খুললেন শুভেন্দু
উল্লেখ্য যে, ওই ইভেন্টের আগে এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প (Donald Trump) জানান যে, তিনি ফ্লোরিডায় গর্ভপাতের ছয় সপ্তাহের সীমা নির্ধারণের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেবেন। ট্রাম্প বলেন, “আমি মনে করি ছয় সপ্তাহ সময় খুব কম সময়। এজন্য আরও সময় দিতে হবে। আমি এই পক্ষে ভোট দেব যে আমাদের ছয় সপ্তাহের বেশি সময় দেওয়া দরকার।” এদিকে ট্রাম্প এর আগে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিসান্টিসের ওই আইনে স্বাক্ষর করার সিদ্ধান্তকে “ভয়ানক ভুল” বলে অভিহিত করেছিলেন।