করোনা ভাইরাসের কারণে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কিনা এই নিয়ে চলছে জল্পনা। এখনো পর্যন্ত আইসিসির সিদ্ধান্ত নিতে পারেনি যে চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দেওয়া হবে? আর এরই মধ্যে বোমা ফাটালো ডোনাল্ড ট্রাম্পের দেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে দাবি জানালো আমেরিকা।
দিনের পর দিন পর বিশ্বজুড়ে ফুটবলের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে ক্রিকেট। এই মুহূর্তে আমেরিকাতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিকেট। আর সেই কারণে আমেরিকা ক্রিকেট বোর্ড চাইছে এখন না হলেও কয়েক বছর পর নিজেদের দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত করতে। তবে তার আগে আমেরিকা ক্রিকেট বোর্ডের একটাই লক্ষ্য আইসিসির পূর্ণ সদস্য পদ পাওয়া।
আমেরিকা ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ ইয়াইন হিগিংস জানিয়েছেন এখন আমাদের মূল লক্ষ্য আগামী দশ বছরের মধ্যে আইসিসির পূর্ণ সদস্য পদ পাওয়া। তিনি জানিয়েছেন ইতিমধ্যে আমেরিকাতে ছ’টি উন্নত মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। আর তাই তিনি জানিয়েছেন ভবিষ্যতে যদি আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তাহলে তিনি আশা করেন সমস্ত টিকিট বিক্রি হয়ে যাবে। দর্শকরা মাঠ ভরিয়ে দেবেন।