ভগবান গণেশের পুজোর সময়ে ভুলেও করবেন না এই কাজগুলি! নাহলেই হবেন বিপদের সম্মুখীন

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে আগামী ১৯ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পড়েছে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। আর এর মাধ্যমেই শুরু হতে চলেছে উৎসবের মরশুম। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে সারা দেশে মহাসমারোহে পালিত হয় গণপতি বন্দনা। পাশাপাশি, এই দিনটি ভগবান গণেশের জন্মোৎসব হিসেবেও পালিত হয়। মনে করা হয় যে, গণেশ বুদ্ধি এবং জ্ঞানের দেবতা।

এমতাবস্থায়, মন দিয়ে তাঁকে ডাকলে এবং তাঁর পুজো করলে তিনি প্রসন্ন হন। পাশাপাশি, এটাও বলা হয় যে, গণেশের আরাধনায় কোনো ভুল হয়ে গেলে সেই পুজোর কোনো মানে থাকে না এবং কোনো ফলও পাওয়া যায় না। তাই, অত্যন্ত যত্নসহকারে এবং সতর্কতার সাথে এই পুজো করতে হয়। বর্তমান প্রতিবেদনে আমরা ভগবান গণেশের পুজোর সময়ে কি কি মাথায় রাখবেন সেই বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপিত করছি।

ভুল করেও তুলসি পাতা নিবেদন করবেন না: পৌরাণিক বিশ্বাস অনুসারে, ভগবান শিবের পাশাপাশি তাঁর পুত্র গণেশের পুজোতেও তুলসি পাতা ব্যবহৃত হয় না। বিশ্বাস করা হয় যে, ভগবান গণেশ তুলসিকে অভিশাপ দিয়েছিলেন যে, তাঁর পুজোয় তুলসি পাতা ব্যবহার করা হবে না। তাই, ভগবান গণেশের পুজোয় ভুল করেও তুলসি ব্যবহার করবেন না। তবে, এই পুজোয় দূর্বার ব্যবহার শুভ বলে মনে করা হয়।

চাঁদ সম্পর্কিত জিনিস নিষিদ্ধ: প্রচলিত ধারণা অনুযায়ী, গণেশ ও চাঁদের সম্পর্ক খুব একটা ভালো নয় বলে মনে করা হয়। কথিত আছে যে, একবার চাঁদ গণেশের গজরূপকে উপহাস করেছিল। এই কারণে গণেশ চাঁদকে অভিশাপ দিয়েছিলেন যে, তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাই গণেশের পুজোতে কোনো সাদা বস্তুও দেওয়া হয় না। বরং, সাদা চন্দনের পরিবর্তে হলুদ চন্দন, সাদা কাপড়ের পরিবর্তে হলুদ কাপড় এবং হলুদ সুতো ব্যবহার করুন। পাশাপাশি, প্রতি চতুর্থী তিথিতে চাঁদ দেখার বিষয়ে শাস্ত্রে বাধা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Chanakya Niti: এই ৫ টি কথা স্ত্রী-রা কখনও জানতে দেন না স্বামীদের! সবসময় লুকিয়ে রাখেন তাঁদের কাছ থেকে

পুজোয় এমন চাল ব্যবহার করবেন না: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চালকে অক্ষত বলা হয়। অর্থাৎ, এর অর্থ হল এটির ক্ষয় হয় না। এমতাবস্থায়, ভগবান গণেশের পুজোয় ভুল করেও ভাঙা চাল নিবেদন করবেন না। তবে, এটাও বিশ্বাস করা হয় যে গণেশের পুজোয় ভেজা চাল ব্যবহার করা হয়।

আরও পড়ুন: হোম লোন গ্রহণকারীদের জন্য বড় পদক্ষেপ RBI-এর! ব্যাঙ্কের এই একটি ভুলেই প্রতিদিন মিলবে ৫,০০০ টাকা

কেতকী ফুল ব্যবহার নিষিদ্ধ: ভগবান শিবের মতো, গণেশের পুজোতেও কেতকী ফুল ব্যবহার করা নিষিদ্ধ। ভগবান শিব কেতকী ফুলকে অভিশাপ দিয়েছিলেন। তাই এই ফুল তাঁর পুত্র গণেশজিকেও দেওয়া হয় না।

Dont do these things during Lord Ganesha puja

ভুল করেও বাসি ফুল নিবেদন করবেন না: ভগবান গণেশের পুজোয় ভুল করেও বাসি বা শুকনো ফুল নিবেদন করবেন না। এমনকি, আপনার কাছে যদি তাজা ফুল না থাকে সেক্ষেত্রে কেবল দূর্বা দিয়েও পুজো সারতে পারেন। তবে ভুল করেও শুকনো বা শুকিয়ে যাওয়া ফুল দেবেন না। এতে ভগবান ক্রুদ্ধ হন এবং বাস্তুদোষও ঘটে। এছাড়াও, বাড়িতে সুখ-শান্তি কমে যাওয়ার পাশাপাশি নেতিবাচক প্রভাবও বৃদ্ধি পায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর