বিমানের মধ্যেই যৌনতায় মত্ত যুগল, বাথরুমের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ যাত্রীদের! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: চারিদিকে কতই না বিব্রতকর ঘটনা হয়। কখনও কখনও সেই ঘটনার সম্মুখীন হই আমরাও। কিন্তু মাঝ আকাশে সহযাত্রীরা যা দেখল, তা এক কথায় অবাক করা। বিমানের ( Air Plane) বাথরুমের দরজা খুলতেই চোখ কপালে উঠল বিমান কর্মীর। আর সেই দৃশ্য দেখে রীতিমতো হতভম্ব অন্যান্য যাত্রীরাও।

বিমানের বাথরুমে (Bathroom) যে কিছু একটা চলছে তা টের পেয়েছিলেন অন্য যাত্রীরা। যার জন্য খবর দেওয়া হয় বিমানকর্মীদের। তবে একটা আন্দাজ করতে পারছিলেন সহযাত্রীরা। দরজা বরাবর অনেকেই ফোনের ক্যামেরা (Camera) ফোকাস করে অপেক্ষা করছিলেন আদতে ভিতরে কী ঘটছে তা ক্যামেরাবন্দি করার। কিন্তু দরজা খুলতেই যা দেখা গেল, তা আর বলার মতো নয়। ওই বিমানকর্মী দরজা খুলতেই চক্ষু চড়কগাছ সকলের। দেখা যায়, বিমানের শৌচাগারের মধ্যে উদ্দাম যৌনতায় মেতে উঠেছেন এক যুগল। আর সেই দৃশ্য হাঁ করে দেখলেন বিমান কর্মী থেকে শুরু করে বাকিরা। এক মুহূর্তের জন্য সকলেই হতবাক হয়ে পড়েন। সঙ্গমরত অবস্থাতেই হতচকিত হয়ে যান ওই যুবক-যুবতী। দু’জনেই সেই সময় প্রায় নগ্ন। আর সেই দৃশ্য দেখে কার্যত হাসিতে ফেটে পড়েন সমস্ত সহযাত্রী। বুঝে উঠতে পেরেই নিজেদের সামলে নিয়ে ফের বাথরুমের দরজা বন্ধ করে দেন সঙ্গমরত যুবক। সেই সময় বিষয়টি বুঝে উঠতে পেরে নিজেই হো হো করে হেসে ফেলেন।

   

দরজা বন্ধ করে দিলেও হাসি যেন থামতে চাইছিল না বাকি যাত্রীদের। এমনকী, বিমানকর্মীরাও হেসে লুটোপুটি খেতে থাকেন। এদিকে ততক্ষণে পুরো দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়‌। জানা গিয়েছে, ৮ সেপ্টেম্বর ব্রিটেনের লুটন থেকে ইবিজা যাচ্ছিল এই বিমানটি। সেখানেই এই ঘটনা ঘটে। ব্রিটেনের আইন অনুযায়ী, যৌন অপরাধ আইন ২০০৪ এর ৭১ ধারায় জনসমক্ষে যৌনতায় মিলিত হওয়া দণ্ডনীয় অপরাধ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। কিন্তু নেটমাধ্যমে এই খবর এখন ভাইরাল।

Avatar
Monojit

সম্পর্কিত খবর