ভুল করেও এভাবে বসবেন না ভগবানের সামনে! নইলে টাকা আসা তো দূরের কথা, কমে যাবে আয়ুও

বাংলা হান্ট ডেস্ক : হিন্দু ধর্মে (Hindu Dharma) সেরকম কোনো কেন্দ্রীয় নিয়ম অথবা প্রথা নেই। জায়গা এবং বিশ্বাস নির্বিশেষে মানুষ পুজো করেন। বস্তুত সেই প্রথা অথবা নিয়ম স্থানীয় লোকাচারের অধীনে আসে। এবং এই নিয়ম বিভিন্ন প্রজন্ম শতাব্দীর পর শতাব্দী ধরে নিয়মগুলি অনুসরণ করে আসছে। বাস্তবে এই নিয়ম আমাদের সঠিকভাবে জীবনযাপন করতে শেখায়। কিন্তু কিছু নিয়ম রয়েছে যা সনাতন হিন্দু ধর্মের অনুসরণকরী সবার মধ্যেই দেখা যায়।

সনাতন হিন্দু ধর্মের ধর্মীয় বিশ্বাস জীবনকে অর্থবহ করে তোলে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই বিশ্বাস চারিত্রিক গঠনেও সহায়ক। আর এই বিশ্বাসের মধ্যে রয়েছে রাত্রিবেলা ঝাঁটাতে হাত দেওয়া উচিৎ নয়, সোনা কুড়িয়ে পাওয়া এবং হারানো দুইই অশুভ মনে করা হয়, গর্ভবতী মহিলাদের নদী পার হওয়া উচিত নয়, সন্ধ্যায় দরজায় বসা উচিত নয়। এমন বহু অভ্যাস রয়েছে যা ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত। কিন্তু তারমধ্যে এমন একটি বিষয় রয়েছে যা করলে আপনাকে ব্যপক খারাপ ফল ভুগতে হতে পারে।

জানিয়ে রাখি যে, ভগবানের সামনে পা ছড়িয়ে বসতে নেই। শাস্ত্র মতে পা ছড়িয়ে ভগবানের সামনে পা ছড়িয়ে বসলে ধনদেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। বিশেষ করে সন্ধ্যায় কখনো পা ছড়িয়ে করে বসবেন না যেন। এর পাশাপাশি এটাও বিশ্বাস করা হয় যে, যে এভাবে যারা বসে থাকে তারা কখনও অর্থ উপার্জন করতে পারে না। সর্বদাই তাদের আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়।

65856244

আবার পৌরাণিক শাস্ত্র অনুসারে দাঁড়িয়ে পুজো করা ঠিক নয়। এভাবে পূজা করলে কোনো ফল পাওয়া যায় না, বাড়িতে পুজো করার সময় দাঁড়িয়ে পুজো করবেন না, সরাসরি মাটিতে বসেই পুজো করার নিয়ম। পুজোর আগে সর্বদা আসন পেতেই বসুন। এছাড়া পুজোর সময় মাথা ঢেকে পুজো করার নিয়ম রয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর