বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই এই বিষয়টা মানেন যে বিরাট কোহলি (Virat Kohli) হচ্ছেন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় মুখ। দিনের পর দিন আন্তর্জাতিক পর্যায়ে বড় মঞ্চের পারফরম্যান্স করে নিজেকে সমসাময়িক বাকি ক্রিকেটারদের থেকে অন্য পর্যায়ের এক উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন তিনি। অসম্ভব পরিস্থিতি থেকে ভারতীয় দলকে (Indian Cricket Team) জিতিয়েছেন একাধিক ম্যাচ। ফলস্বরূপ আজ গোটা বিশ্বে তার অসংখ্য ভক্ত।
সাফল্যের মন্ত্র:
বিরাট কোহলির এই সাফল্যের মূল মন্ত্র হলো ফিটনেস। দিনের পর দিন অমানুষ পরিশ্রম করে নিজেকে ফিটনেসের শীর্ষে ধরে রেখেছেন বিরাট। বর্তমানে প্রায় মধ্য তিরিশে পৌঁছেও ভারতীয় দলের সবচেয়ে ফিট ক্রিকেটার হচ্ছেন তিনিই। এর প্রমাণ এশিয়া কাপের আগে সে একবার পাওয়া গেল।
ইয়ো ইয়ো বিরাট:
মূল টুর্নামেন্টে অংশ নিতে শ্রীলঙ্কার মাটিতে উড়ে যাওয়ার আগে ইয়ো ইয়ো টেস্টে অংশগ্রহণ করতে হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের। সেখানে বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকা বিরাট কোহলির স্কোর হয়েছে ১৭.২। সেই তথ্যটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
ক্ষুব্ধ BCCI:
আর সোশ্যাল মিডিয়া ইয়ো ইয়ো টেস্টের এই স্কোর আপডেট দেওয়ার বিষয়টি নিয়ে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড চটেছে বিরাট কোহলির ওপর। তবে আপাতত মৌখিক ধমক দিয়েই বিরাট কোহলিকে অব্যাহতি দিয়েছে বিসিসিআই। কিন্তু ভবিষ্যতে অর্থাৎ বিশ্বকাপের আগে এরকম কোনও ভুল যে তারা বর্দাস্ত করবে না সেটা কোহলিকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এশিয়া কাপে নামার আগে কোহলিকে এই পরামর্শ জয় শাহের! “ও ক্রিকেটের কি জানে?” প্রশ্ন ভক্তদের
BCCI-এর বক্তব্য:
বিরাট কোহলির এই আচরণের পর ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, “সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের গোপন তথ্য প্রকাশ করার থেকে বিরত থাকতে বলা হয়েছে। তারা ট্রেনিংয়ের সময়ের ছবি অবশ্যই পোস্ট করতে পারে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কোনও স্কোরের আপডেট দেওয়াটা হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের চুক্তির বিরোধিতা করা।” এর চেয়ে বেশি আর কোন বিতর্ক বাড়াতে চাইনি ভারতীয় ক্রিকেট বোর্ড কারণ সামনেই রয়েছে এশিয়া কাপ এবং তার এক মাসের মধ্যেই আরম্ভ হবে ওডিআই বিশ্বকাপ। এই সময়ে ক্রিকেটারদের মানসিকভাবে তরতাজা থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়।