বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে অনেকেই রিওয়ার্ড পয়েন্ট থেকে শুরু করে ক্যাশব্যাক এবং অফারের জন্য ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করে থাকেন। সঠিকভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করলে সেটি নিশ্চয়ই ইতিবাচক হতে পারে, কিন্তু অতিরিক্ত বা অনুপযুক্তভাবে ব্যবহার করলে বিষয়টি আবার হতে পারে ক্ষতিকারকও। তাই ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই হওয়া প্রয়োজন সতর্ক। এখন আয়কর দফতর ক্রেডিট কার্ডের খরচের ওপর কড়া নজর রাখছে। এমন অনেকেই থাকেন যাঁরা তাঁদের বন্ধু বা আত্মীয়দের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করে রিওয়ার্ড পয়েন্ট অর্জন করেন এবং পরে টাকা তুলে নেন। কখনও কখনও, রেন্ট থেকে শুরু করে ওয়ালেট লোড বা পেমেন্ট অ্যাপের মাধ্যমে টাকা এদিক-ওদিক স্থানান্তর করা হয়। যেটি ব্যয় বলে মনে হলেও বাস্তবে, কোনও প্রকৃত ব্যয় হয় না। আয়কর বিভাগ এই ধরনের লেনদেনকে ‘কাল্পনিক ব্যয়’ হিসেবে বিবেচনা করতে পারে।
সতর্কতার সঙ্গে ব্যবহার করুন ক্রেডিট কার্ড (Credit Card):
১. বন্ধুদেরকে কার্ড দেওয়াও ঝুঁকিপূর্ণ: অনেকেই তাঁদের ক্রেডিট কার্ড বন্ধু বা পরিবারকে ধার দেন এবং বিনিময়ে নগদ অর্থ বা UPI পেমেন্ট পান। যদি আপনার কাছে এই অর্থের স্পষ্ট রেকর্ড না থাকে এবং আপনার ব্যয় আয়ের সঙ্গে না মেলে, সেক্ষেত্রে আয়কর দফতর পুরো ব্যয়টিকে আপনার ব্যক্তিগত আয় হিসেবে বিবেচনা করতে পারে অথবা এটিকে অপ্রয়োজনীয় অর্থ বলতে পারে।

২. আয়ের থেকে ব্যয় বেশি হলে হতে হবে সতর্ক: যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে সীমিত আয় দেখানো হয় কিন্তু আপনার ক্রেডিট কার্ডের স্টেটমেন্টে ব্যয়বহুল ভ্রমণ, শপিং বা বিলাসবহুল খরচ দেখা যায়, তাহলে সেটি তাৎক্ষণিকভাবে সিস্টেমে সতর্কতা জাগিয়ে তোলে। আয়কর বিভাগ তথ্য বিশ্লেষণের মাধ্যমে এই ধরণের বিষয়গুলি সনাক্ত করে আপনাকে ব্যয়ের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে।
৩. ব্যবসায়িক খরচ এবং ব্যক্তিগত কার্ডের মধ্যে অমিল: যদি আপনি আপনার ব্যক্তিগত ক্রেডিট কার্ড ব্যবহার করে কোম্পানি বা ব্যবসায়িক খরচ মেটান এবং পরে রিইম্বর্সমেন্ট পান, সেক্ষেত্রে প্রতিটি খরচের জন্য সঠিক বিল এবং রেকর্ড থাকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন রিওয়ার্ড পয়েন্ট বা ক্যাশব্যাক বেশি হয়, তখন আয়কর দফতর এটিকে অতিরিক্ত সুবিধা বা আয় হিসেবে বিবেচনা করতে পারে।
আরও পড়ুন: ২০২৫ সালে ক্রিকেটে এই ৫ বিশ্বরেকর্ড, যেগুলি ভেঙে ফেলা অসম্ভব! তালিকায় রয়েছে বৈভবের কৃতিত্বও
৪. রেন্ট এবং HRA সংক্রান্ত খরচও বাড়তে পারে: অনেক সময় দেখা যায় যে, কিছু বেতনভোগী ব্যক্তি HRA-তে ছাড় দাবি করার জন্য ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করেন। বিশেষ করে বাবা-মা বা আত্মীয়দের ক্ষেত্রে এমনটা ঘটে। তবে, যদি প্রকৃত ভাড়াটে সম্পর্ক অস্পষ্ট থাকে অথবা বাড়িওয়ালা তাঁর রিটার্নে ভাড়া না দেখিয়ে থাকেন, সেক্ষেত্রে আয়কর দফতর HRA ছাড় বাতিল করতে পারে। এছাড়াও, ভাড়ার নামে টাকা ফেরত পাওয়ার বিষয়টিও সন্দেহের আওতায় আসে।
রিওয়ার্ড পয়েন্টে কখন কর ধার্য করা হয়: জানিয়ে রাখি যে, রিওয়ার্ড পয়েন্ট সাধারণত করযোগ্য নয়, যতক্ষণ না সেগুলি শুধুমাত্র ছাড়ের জন্য ব্যবহৃত হয়। কিন্তু যদি সেগুলিকে ক্যাশব্যাক বা টাকায় রূপান্তরিত করা হয় এবং এক বছরে এর মূল্য একটি নির্দিষ্ট সীমার ওপরে চলে যায়, তাহলে সেটিকে আয় হিসেবে বিবেচনা করা যেতে পারে এবং কর আরোপ করা হতে পারে।
আরও পড়ুন: র্যাপিডের পর ব্লিটজ খেতাব জয় কার্লসেনের! অর্জুন জিতলেন ব্রোঞ্জ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
আয়কর নোটিশ কীভাবে এড়াবেন: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার ক্রেডিট কার্ডের খরচ আপনার ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। এছাড়াও, প্রতিটি লেনদেনের উৎস স্পষ্ট এবং নথিভুক্ত হওয়া উচিত। রসিদ থেকে শুরু করে চালান, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং রিইম্বর্সমেন্ট রেকর্ড নিরাপদে রাখুন। পাশাপাশি, অপ্রয়োজনীয়ভাবে অন্যের খরচের জন্য আপনার কার্ড ব্যবহার করবেন না। ক্রেডিট কার্ড বুদ্ধিমানের মতো ব্যবহার করলে আপনি লাভবান হতে পারবেন। নাহলে ট্যাক্স নোটিশ পেতে পারেন। তাই, সাবধানতা আপনাকে গুরুতর ঝামেলা থেকে বাঁচাতে পারে।












