অজান্তেই প্যান কার্ডে এই ভুল করে বসেননি তো? হতে পারে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা!

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আয়কর দেওয়ার ক্ষেত্রে প্যান কার্ডের (Pan Card) গুরুত্ব অপরিসীম। আয়কর ব্যবস্থাকে তাই আরও নির্ভরযোগ্য করে তুলতে প্যান ২.০ নামে এক নতুন সিস্টেম চালু করা হয়েছে। কোনও ব্যক্তির কাছে একাধিক প্যান কার্ড আছে কিনা সহজেই শণাক্ত করা সম্ভব হবে এর ফলে। ভারতীয় আইন বলে, একজন ব্যক্তির কাছে একাধিক প্যান কার্ড থাকা বেআইনি। ধরা পড়লে মোটা জরিমানা পর্যন্ত হওয়ার আশঙ্কা থাকছে।

প্যান কার্ডে (Pan Card) এই ভুল ভুলেও করবেন না

কারোর কাছে যদি ভুল করে কিংবা কোনও জালিয়াতির কারণেও দুটি বা ততোধিক প্যান কার্ড থেকে থাকে তবে এখনই সতর্ক হয়ে তা সমর্পণ করতে হবে। নয়তো ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। উল্লেখ্য, প্যান কার্ডে থাকে একটি গতিশীল কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করে প্যান কার্ডটি বৈধ কিনা তা বুঝতে পারবে আয়কর দফতর।

Don't make this mistake in pan card

কী কী থাকছে প্যান কার্ডে ব্যবস্থা: থাকছে রিয়েল টাইম ভেরিফিকেশনের ব্যবস্থা। প্যান কার্ড তৈরি করার সময় আধার সহ অন্যান্য ডেটা অবিলম্বে পরীক্ষা করা হবে যাতে একই তথ্য আবার তৈরি না হয়। পুরনো এবং নতুন প্যানের সঙ্গে যুক্ত ডুপ্লিকেট অ্যাপ্লিকেশনগুলি সহজে শণাক্ত করতে পারে এই সিস্টেম। এর ফলে ডুপ্লিকেটগুলি দ্রুত বন্ধ করে দেওয়া সম্ভব।

আরও পড়ুন : পরিস্থিতি থমথমে, কীভাবে শুট হচ্ছে জিতু-দিতিপ্রিয়ার সিন? সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় দর্শকরা

কীভাবে করবেন স্টেটাস চেক: প্যানের স্টেটাস চেক করার জন্য প্রথমেই আয়কর ই ফাইলিং পোর্টালে যেতে হবে। সেখানে নির্বাচন করতে হবে ‘Pan Status Check’ অপশনটি। এরপর নিজের প্যান নম্বর লিখে এই নামে আর কোনও প্যান (Pan Card) আছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। যদি দেখা যায় একাধিক প্যান কার্ড রয়েছে, সেক্ষেত্রে ডুপ্লিকেটটি ফেরাবেন কী করে?

আরও পড়ুন : হাওড়া ডিভিশনে ট্রাফিক ব্লক, রবিবার বাতিল ৫ জোড়া লোকাল ট্রেন

প্রথমে যেতে হবে এনএসডিএল/এনএসডিএল ইউটিআইআইটিএসএল ওয়েবসাইটে। সেখানে পূরণ করতে হবে ফর্ম 49A। ওই ফর্মে লিখতে হবে যে কোন প্যানটি রাখতে চান এবং কোনটি ফিরিয়ে দিতে চান। যে প্যান কার্ডটি ফেরত দেওয়া হচ্ছে সেটির এবং সক্রিয় প্যান কার্ডের একটি অনুলিপি দিতে হবে। ভারতীয় আইন অনুযায়ী, একজন ব্যক্তির কাছে একটিই মাত্র প্যান থাকতে পারে। একাধিক প্যান কার্ড থাকলে আয়কর আইনের ধারা ২৭২ বি এর অধীনে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।