Google: গুগলে ভুলেও সার্চ করবেন না এই ছটি শব্দ, এই সার্চ আপনার জীবন করবে ঘ্যাচাং ফু, নেমে আসবে ঘোর সঙ্কট!

বাংলা হান্ট ডেস্ক: আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ? তরুণ প্রজন্ম বলবে অবশ্যই আশীর্বাদ, আর বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বলবেন বিজ্ঞান (Google) অভিশাপ। এই তর্ক বিতর্ক তো চলতেই থাকবে। কিন্তু সার্বিক অর্থে দেখতে গেলে বিজ্ঞান অভিশাপের চেয়ে কম কিছু নয়। কারণ প্রযুক্তি উন্নতির পাশাপাশি হ্যাকারের মত একটি বড় ভুবন তৈরি করেছে। আর এই ভুবনে প্রবেশ করলেই জীবন ধ্বংস। যখন তখন ফাঁস হয়ে যাচ্ছে নিজেদের ব্যক্তিগত তথ্য। আর এবার আরো বড় ফাঁদ পেতেছে হ্যাকাররা। তাই ফাঁদে পড়ার আগে পড়ে নিন এই প্রতিবেদনটি।

আমাদের খুঁটিনাটি বড়সড়ো সমস্ত কিছুর মুশকিল আসান হচ্ছে গুগল। প্রাচীন যুগের ইতিহাস থেকে শুরু করে আগামী ৫০ বছর পর কি হতে পারে সবই গুগল (Google) জেনে বসে আছে। তবে গুগলে (Google) এই ৬টি শব্দ সার্চ করার আগে কিন্তু সাবধান হয়ে যান। এই নিয়ে সতর্ক করেছেন সাইবার বিশেষজ্ঞরা। আপনাকে কিছু শব্দ বলি, “আর বেঙ্গল ক্যাটস লিগাল ইন অস্ট্রেলিয়া?” বাংলায় যার শব্দ করলে দাঁড়াবে, “বাংলার বিড়াল কি অস্ট্রেলিয়ায় বৈধ?” যদিও এর সাযুজ্যপূর্ণ কোন অর্থ আপনি পাবেন না। তবে এই বাক্যের অর্থ না পেলেও, এই ছোট বাক্যই আপনার জমানো অর্থ হাতিয়ে নিতে পারে। কারণ এই ছটি শব্দ দিয়েই ইন্টারনেটে ফাঁদ পেতে বসেছে হ্যাকাররা।

Don't serach this 6 word in google

এই ৬টি শব্দের অর্থ কিভাবে হ্যাক করতে পারে জেনে নিন:

সম্প্রতি যুক্তরাজ্যের সাইবার সিকিউরিটি সংস্থা SOPHOS এই ছটি বিষয় শব্দ নিয়ে সর্তকতা জারি করেছেন। সংস্থার তরফ থেকে উল্লেখিত ৬টি শব্দ গুগলে সার্চ না করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ সোফোস জানিয়েছে, এই ৬টি শব্দের মধ্যে হ্যাক করার নির্দিষ্ট প্রক্রিয়া চালু করেছে হ্যাকারর। হ্যাক করার এই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে এসইও পয়জনিং বা SEO Poisoning।

আরো পড়ুন : জগদ্ধাত্রী পুজোর পর কার্তিক পুজো, মায়েরা পুজো দিন এই বিশেষ ফুল দিয়ে, আপনার সন্তান হবে দীর্ঘায়ু!

সংস্থাটি দাবি করেছে, হ্যাকাররা গুগলে সবচেয়ে বেশি সার্চ করা বাক্যের জায়গায় এই বাক্যটি বসিয়ে দিচ্ছে। এর ফলে অনেকেই নিজের কৌতুহল মেটাতে এই বাক্যটি সার্চ করে থাকেন। তবে বাক্যটি সার্চ করলেই আপনার ডিভাইস হ্যাক হয়ে যায় তা নয়। ওই ছটি শব্দ সার্চ করার পর আসে নির্দিষ্ট কিছু লিঙ্ক। এই লিঙ্কের আড়ালেই রয়েছে আসল বিপদ। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ওই ব্যবহারকারীর ডিভাইস হ্যাকারদের হাতের মুঠোয় চলে যায়। সেই সাথে ব্যক্তিগত যাবতীয় তথ্য ফাঁস হতে শুরু করে। শুধু তাই নয় একই সাথে আপনার জমানো পুঁজিও নিমেষের মধ্যে লুটেপুটে নেয় হ্যাকাররা। তাই এই ছটি শব্দ সার্চ না করার সাবধান বাণী দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।

আরো পড়ুন :২৫’শে পা রাখার আগেই কোটি কোটি টাকা মালিক! আদৌ সম্ভব? কিভাবে তাক লাগালেন এই তরুণ ?

সোফোসের মতে, এই ঘটনা সবচেয়ে বেশি ঘটছে অস্ট্রেলিয়াতে। কারণ ওই লিঙ্কগুলি অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের ডিভাইসে বেশি দেখা যাচ্ছে। যার জন্য ওই অনর্থক বাক্যের মধ্যে ‘অস্ট্রেলিয়া’ শব্দটি রাখা হয়েছে। এই বিষয় SOPHOS বলছে যে সব ইউজারদের মনে হচ্ছে তারা SEO Poisoning- এর শিকার হয়েছেন, তাদের দ্রুতই ইমেইল থেকে শুরু করে নেট ব্যাঙ্কিং সমস্ত কিছুর পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। যতটা সম্ভব এই ৬টি ওয়ার্ড সার্চ না করাই মঙ্গল।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর