গুটকা-পানের পিকে দূষিত হচ্ছে মেট্রো স্টেশন! অভিযুক্তদের সবক দিতে কড়া দাওয়াই রেলের

বাংলাহান্ট ডেস্ক : বাংলার রাজনীতির ময়দানে ‘লাল’ কতটা প্রাসঙ্গিক সে নিয়ে বিতর্ক বেশ কয়েক বছর ধরেই চলছে। তবে বিভিন্ন স্টেশন থেকে স্মৃতিসৌধ, গুটকা-পানের পিকে যে লাল রঙে রাঙিয়ে উঠছে তা নিঃসন্দেহে চিন্তার বিষয়। কিছুদিন আগেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা চালু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং উদ্বোধন করেছেন এই লাইনের। এই মেট্রোকে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরুর একমাস হওয়ার আগেই দুর্ভাগ্যজনকভাবে স্টেশনের যত্রতত্র লাল হয়ে উঠছে গুটকা-পানের পিকে! নিত্য যাত্রীদের মধ্যে একাংশ প্রতিদিন যারা এই মেট্রো স্টেশন থেকে যাতায়াত করেন, তাদের পানের ও গুটকার পিক দূষিত করছে স্টেশন চত্বর।

আরোও পড়ুন : ‘ছিঃ! অসভ্যতামো’, ছেলের ঠোঁটে ঠোঁট দেওয়ায় রোষের মুখে শুভশ্রী! উঠল ভয়ঙ্কর অভিযোগ

এই ঘটনায় এবার রীতিমতো ক্ষিপ্ত মেট্রো কর্তৃপক্ষ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি একটি ভিডিও করে সকলের সামনে তুলে ধরেছেন।

আরোও পড়ুন : ভোটের মুখেই ১০০ দিনের কাজের মজুরি বাড়াল কেন্দ্র! কত পাবেন বাংলার শ্রমিকরা?

সেই ভিডিওতে কৌশিক বাবু বলছেন, ঘরবাড়ির মতোই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে মেট্রো স্টেশন। আমরা যেমন আমাদের ঘরে বসবাস করি, তেমন প্রতিদিন যাতায়াত করি এই মেট্রো স্টেশনের মাধ্যমে। সুতরাং ঘরের থেকে স্টেশন আলাদা কিছু নয়।এই ভিডিও বার্তায় কৌশিক মিত্র নিন্দা করার পাশাপাশি বলেছেন কীভাবে এই ধরনের কাজকর্ম বন্ধ করা যায়। 

কৌশিক মিত্রর কথায়, এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য অন্যান্য যাত্রীদের রুখে দাঁড়াতে হবে। যখন কেউ পানের পিক অথবা গুটখার পিক ফেলবেন, তখন তাকে বারণ করতে হবে। এই ধরনের ঘটনা যদি কেউ ঘটান তাহলে তাকে ৫০০ টাকা জরিমানা করা হবে। এছাড়াও জেলও হতে পারে অভিযুক্তর।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর