বাংলাহান্ট ডেস্ক : ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিকে কেন্দ্র তোলপাড় গোটা দেশ। কার্যতই রাজনৈতিক রঙ লেগেছে ছবিটিকে। অনেকেরই মত ছবিটি নির্ভেজাল ‘বিজেপির ছবি’। সেই জল্পনার আগুন আরও খানিক উস্কে দিয়ে কাশ্মীরি পন্ডিতদের নিয়ে বানানো এই ছবির উপর থেকে কর তুলে দেওয়া হয়েছে একাধিক বিজেপি শাসিত রাজ্যে৷ প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাবড় বিজেপি নেতারা সকলেই পঞ্চমুখ এই ছবির প্রশংসায়।
বিরোধীদের দাবি, এহেন বিষয়বস্তুর একটি ছবি নিয়ে দেশের শাসকদের মাত্রাতিরিক্ত মাতামাতির ফলে দাঙ্গা অবধি লাগতে পারে দেশে। পুরো বিষয়টিকে তুলোধোনা করতে আগেই মাঠে নেমেছিল কংগ্রেস। তারা প্রশ্ন তুলেছিল, কাশ্মীরি পন্ডিতদের উপর অত্যাচার চলাকালীন কেন কোনও পদক্ষেপ নেননি তৎকালীন বিজেপি সাংসদরা? শেষ মন্তব্যকে ঘিরেও যে বিস্তর জলঘোলা হয়েছে তা বলাই বাহুল্য।
এবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। নাম না করেই ছবিটিকে এক হাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেটে তিনি বলেন, ‘কেউ সিনেমা দেখতে যাবেন না। ভাইরাল ভিডিয়োও দেখবেন না। সিনেমা যা দেখায় তা কখনওই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনও দিন সত্যি হবে না।’ তিনি আরও বলেন, ‘ওদের অনেক টাকা। তাই খরচা করে এসব বানায়। দেখবেন না। বিশ্বাসও করবেন না।’
উল্লেখ্য, মুক্তির প্রথম সপ্তাহেই বলিউডের বহু তাবড় হিটেরও রেকর্ড ভেঙে দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। কাশ্মীরি পন্ডিতদের উপর অত্যাচার এবং সন্ত্রাসের ঘটনা নিয়ে বানানো বিবেক অগ্নিহোত্রি পরিচালিত এই ছবি আইএমডিবিতে রেটিং পেয়েছে ১০ এর মধ্যে ৮.৩। ছবি দেখে রীতিমতো কাঁদতে কাঁদতে হল থেকে বেরোতেও দেখা গেছে বহু দর্শককে। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশীর মতন অভিনেতা অভিনেত্রীরা।