Ekchokho.com 🇮🇳

শ্রমিকদের পাওনা বাকি রেখেই চম্পট মালিকপক্ষের, পুজোর মুখে ডুয়ার্সে বন্ধ চা বাগান

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আবারও ডুয়ার্সে (Dooars Tea Garden) বন্ধ হয়ে গেল একটি চা বাগান। শ্রমিকদের কিছু না জানিয়েই চুপিসাড়ে পালাল আমবাড়ি বাগান কর্তৃপক্ষ। বাগান বন্ধের খবর ছড়াতেই শোরগোল ছড়ায় এলাকায়। পুজোর আগেই বাগান (Dooars Tea Garden) বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারিয়েছেন প্রায় ২ হাজার শ্রমিক। উচ্চমহলকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান শ্রমিক সংগঠনের নেতারা।

ডুয়ার্সে ফের বন্ধ চা বাগান (Dooars Tea Garden)

জানা গিয়েছে, এদিন সকাল বেলা রোজকারের মতোই কাজে গিয়েছিলেন শ্রমিকরা। কিন্তু গিয়ে তাঁরা দেখেন যে বাগান (Dooars Tea Garden) বন্ধ। কারখানার গেট খোলা থাকলেও অফিস চত্বর তালা বন্ধ ছিল বলে খবর। চা বাগানের ম্যানেজার সহ কোনো কর্মীরই দেখা মেলেনি। কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে, লুকিয়ে বাগান (Dooars Tea Garden) ছেড়ে পালিয়েছেন মালিকরা। এদিকে শ্রমিকদের পাওনা টাকা এখনও বাকি!

Dooars tea garden closed again

ক্ষোভ ছড়িয়ে পড়েছে শ্রমিকদের মধ্যে: স্বাভাবিক ভাবেই খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। পুজোর আগে আগেই এই ঘটনায় মাথায় হাত পড়ে গিয়েছে তাদের। অনেকে এর মধ্যেই বাজার থেকে ধারবাকিতে জিনিস কিনেছেন। এবার সেই টাকা কীভাবে মেটাবেন তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন শ্রমিকরা। ছেলেপুলে নিয়ে কীভাবে সংসার চলবে বুঝে উঠতে পারছেন না কেউ।

আরো পড়ুন : ব্ল্যাকবক্স উদ্ধারের পরেই শুরু তদন্ত, অবশেষে এল প্রাথমিক রিপোর্ট! কোন তথ্য উঠে এল আহমেদাবাদ দুর্ঘটনায়?

পাশে রয়েছে শ্রমিক সংগঠন: বাগানের (Dooars Tea Garden) এক শ্রমিক বলেন, পুজোয় ছেলেমেয়েদের জন্য জামাকাপড় কিনবেন ভেবেছিলেন। কিন্তু হাতে এখন এক পয়সাও নেই। কী খেয়ে থাকবেন সেটাই এখন মূল চিন্তা হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়াতেই বাগান এলাকায় যান সংগঠনের নেতারা।

আরো পড়ুন : দলবদলের জল্পনার মাঝেই শমীক-সাক্ষাৎ দিলীপের, বেরিয়ে বললেন, ‘দাম আছে আর থাকবে’

তাঁরা জানিয়েছেন, প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের বিষয়টি জানানো হয়েছে। এছাড়া ডিবিআইটিএর কাছেও লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে খবর। শ্রমিকদের পাশে দাঁড়াতে চাপ দেওয়া হবে আশ্বাস দিয়েছেন তাঁরা।