বাংলাহান্ট ডেস্ক : অনেকের কাছে সরকারি চাকরি ভাগ্যের ব্যাপার। বহু মানুষ এমন মনে করেন যে সরকারি চাকরি পেলেই লাইফ সেটেল। আসলে সরকারি চাকরিতে যেমন পাওয়া যায় মোটা বেতন, তেমন থাকে অসংখ্য সুযোগ সুবিধা। রাজ্য সরকারি থেকে কেন্দ্রীয় সরকারি চাকরিতে অধিকাংশ মানুষের ঝোঁক বেশি থাকে।
তার প্রধান কারণ হলো উচ্চ বেতন পরিকাঠামো।তবে আপনিও যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ২০২৪ সালে আপনার জন্য বড় চমক অপেক্ষা করছে। দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাচ্ছেন।
আরোও পড়ুন : আর মাত্র কিছু সময়ের অপেক্ষা! আসতে চলেছে “মেড ইন ইন্ডিয়া টেসলা”, সামনে এল বড় তথ্য
জানা যাচ্ছে আগামী বছর সপ্তম পে কমিশন সামনে আসার সাথে সাথে বাড়ি ভাড়া ভাতাও অর্থাৎ এইচআরএ বৃদ্ধি পেতে চলেছে। বছরে দুবার বৃদ্ধি করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। মনে করা হচ্ছে আগামী মার্চ মাসে ২০২৪ সালের প্রথম মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পারে।
এইচআরএ বৃদ্ধি পাবে আগামী বছর। বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয় এই এইচআরএ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কোনও কর্মচারী যদি X ক্যাটাগরির শহরে বসবাস করেন তাহলে তার এইচআরএ ৩০% হবে। Y ক্যাটাগরির জন্য HRA হার ২০ শতাংশ ওর Z ক্যাটাগরির জন্য ১০ শতাংশ হবে বৃদ্ধি পাওয়ার পর।