ভোটের আগে উত্তপ্ত পাকিস্তান, জোড়া বিষ্ফোরণে নিহত অন্তত ২৮, আহত একাধিক

বাংলা হান্ট ডেস্ক : সাধারণ নির্বাচনের আগে জোড়া বিষ্ফোরণ (Double Blast) পাক (Pakistan) মাটিতে। পিশিন জেলায় একদল নির্দল প্রার্থীর দফতর লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। বালুচিস্তানের (Balochistan) এই বিষ্ফোরণে প্রাণ হারিয়েছে অন্তত ২৮ জন, আহত একাধিক। আহতদের অধিকাংশই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

সূত্রের খবর, প্রথম হামলাটি হয় কোয়েটা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম বালোচিস্তানের পিশিনে। প্রথম হামলাতেই ১৫ জন ব্যক্তির মৃত্যু হয়। এরপর দ্বিতীয় হামলাটি হয় কিল্লা সইফুল্লা জেলার জামিয়াত উলেমা-ই-ইসলাম ফজলের দফতরে। আর এই দুটি হামলা করা হয় নির্বাচনী প্রার্থীদের দফতর লক্ষ্য করেই। সূত্রের খবর, এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠনই।

বিষ্ফোরণ প্রসঙ্গে বালোচিস্তানের তত্ত্বাবধায়ক মন্ত্রী মীর জুবায়ের খান জামালি জানিয়েছেন, স্থানীয় প্রশাসনকে গোটা ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষ্ফোরণের কারণ অনুসন্ধান করে দুস্কৃতিদের খুঁজে বের করার নির্দেশ রয়েছে। সেই সাথে সমগ্র ঘটনার খুঁটিনাটি খুঁজে বের করে একটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, ভোটপূর্ব এইসব হামলা নির্বাচনে প্রভাব ফেলতে পারবেনা।

আরও পড়ুন : নিখোঁজ শাহজাহান এখনও অধরা, দ্বিতীয় তলবকেও অগ্রাহ্য করল তৃণমূল নেতা, কড়া পদক্ষেপ ইডি-র

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পাক নির্বাচন কমিশন। খবর মিলেছে প্রাদেশিক সরকারের মুখ্য সচিব এবং পুলিশ প্রধানের কাছে বিস্ফোরণ নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার বিষয়েও আরও জোর দিয়েছে পাক নির্বাচন কমিশন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের মধ্যে বিস্ফোরক রাখা ছিল। এরপর আরও বিশদে তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাটি।

আরও পড়ুন : জোটের আগেই ঘোঁট! ফের বড় ধাক্কা খেল INDIA, শীঘ্রই NDA-র হাত ধরতে চলেছে এই দল

pakistan

এদিকে পাক প্রশাসনের ধারণা এই গোটা ঘটনার পেছনে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের হাত থাকতে পারে। এর আগে গত সোমবারই খাইবার পাখতুনখাওয়ার একটি থানায় হামলা চালিয়েছিল জঙ্গিদের বিশাল দল। জনা ৩০ হামলাকারীর সঙ্গে টানা আড়াই ঘন্টার লড়াই চলে সেবার। সেই হামলায় নিহত হয় ১০ পাক পুলিশকর্মী। এমন পরিস্থিতিতে বালুচিস্তানের জোড়া বিষ্ফোরণ যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে পাক প্রশাসনের মহলে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর