বাংলা হান্ট ডেস্কঃ আবেদনের ১৫ দিনের মধ্যে আপনার হাতে চলে আসছে আধার কার্ড। আধার কার্ড পরিষেবা আরও সহজতর করতে UIDAI নিয়ে আসছে এক নতুন অনলাইন অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বাড়তি সুযোগ মিলবে। এই নতুন অ্যাপের নাম mAadhaar।
কী কী আছে এই নতুন অ্যাপে, জানুন
mAadhaar অ্যাপটিতে ১৩টি ভাষায় পরিষেবা পাবেন আপনি
বাংলা, হিন্দি, ইংরেজি, ওড়িয়া, উর্দু, তামিল, তেলেগু, মলয়ালম, অসমিয়া, পাঞ্জাবি, মারাঠি, কন্নড়, গুজরাতি এই ভাষা গুলোর মধ্যে যেকোনও একটি ভাষা বেছে নিতে পারবেন আপনি।
আপনার যদি মনে হয়, আপনি আপনার আধার কার্ড আবার প্রিন্ট করাবেন, সেক্ষেত্রেও আবেদন করলে তার ১৫ দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন অবনার আধার কার্ড। আর তার জন্য মাত্র ৫০ টাকা সার্ভিস চার্জ হিসাবে লাগবে আপনার। ব্যাস, অপনার কাজ শেষ। ১৫ দিনের মধ্যে আপনার আধার কার্ড আপনারে কাছে পৌঁছে যাবে।
আধার কার্ডের দেওয়া ঠিকানা বদলাতে, আধার কার্ডের ভেরিফিকেশন করানোর জন্য কিংবা ইমেল ভেরিফিকেশন করার জন্য আর ঝক্কি পোহাতে হবে না। mAadhaar অ্যাপ ডাউনলোড করে সেখানে KYC এবং QR কোড স্কযান করলেই সহজে কাজ হয়ে যাবে আপনার।
mAadhaar অ্যাপটি যেকোনও অ্যানরয়েড মোবাইলে বা অ্যাপেল আইফোনে ডাউনলোড করতে পারবেন।