জুনিয়র চিকিৎসক অনেকেতের পর অসুস্থ আরেক অনশনকারী, ভর্তি রয়েছেন এইচডিইউ-তে

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মধ্যেই চলছে ঝাঁঝালো প্রতিবাদ। আর জি কর ইস্যুতে এখনও চলছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন (RG Kar Junior Doctor Protest)। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবারই মহানগরে অনশনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। আর এবার আরও এক অনশনকারী অসুস্থ হয়ে পড়লেন। টানা অনশনের জেরে চিকিৎসক আলোক ভার্মার (Dr Alok Verma Hospitalized) শারীরিক অবস্থার অবনতি। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনরত এই চিকিৎসককে।

আর কি জানা যাচ্ছে?

সূত্রের খবর, আলোক ভার্মার ইউরিনে কিটন বডির মাত্রা ও রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গিয়েছে। চিকিৎসকের লিভার এবং কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। হার্ট-রেটও অনিয়মিত। আপাতত এইচডিইউ-তে রাখা হয়েছে তাকে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাকে। জানা গিয়েছে অসুস্থ হয়ে পড়ার পরও অনশন থেকে সরতে চাইছিলেন না অলোক। একপ্রকার জোর করেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অলোকবাবুর পরিবারে হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, এই আলোক ভার্মার বাড়িতেই মাটিগাড়া থানার পুলিশ ফোন করে তাকে অনশন তুলে নিতে পরিবারের উপর চাপ সৃষ্টি করা হয়। পরিবারের লোককে বোঝানো হয় যাতে অলোককে অনশন থেকে সরিয়ে আনা হয়। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে মাটিগাড়া থানার পুলিশ।

বর্তমানে অলোক ভার্মার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানা গিয়েছে। ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাকে। এদিকে জুনিয়র চিকিৎসকদের এই অনশনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠানো হল ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে। ‘শীঘ্রই কোনো সমাধানসূত্র না বেরোলে অনশনকারীরা মৃত্যুর দিকে এগিয়ে যাবেন।’ চিঠিতে জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে।

Aniket Mahato is in CCU junior doctors continue hunger strike at Dharmatala

আরও পড়ুন: শান্তি নেই! পুজোয় ভালো খাবারও খেতে পারলেন না পার্থ-বালু, ওদিকে ‘মুক্ত’ কেষ্ট বললেন, ‘ফাইন লাগছে’

আগে অনশনরত জুনিয়র চিকিৎসকদের শরীর খারাপ হলে গোটা ডাক্তার সমাজ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চিঠি পাঠিয়েছিল ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ওরফে ফেমা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর