খুব শীঘ্রই ভারতীয় সেনার হয়ে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে মহা শক্তিশালী ‘দুর্গা’

বাংলাহান্ট ডেস্কঃ  ভারতের সঙ্গে লড়াইয়ের ময়দানে শত্রুপক্ষের ঘুম ওড়াতে সেনাবাহিনীর হাতে আসছে মহা শক্তিশালী লেজার অস্ত্র দুর্গা। যা নিমেষেই ধ্বংস করে দিতে সক্ষম হবে শত্রুপক্ষের বিমান, জাহাজ।

Durga

অত্যাধুনিক এই সামরিক লেজার হাতিয়ারটি তৈরি করছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ( Defense Research and Development Organisation বা DRDO) ।  দিল্লীর লেজার সায়েন্স এন্ড টেকনোলজি সেন্টারে ( Laser Science and Technology Centre ) চলছে এর নকসা তৈরীর কাজ। ইতিমধ্যে ভারতে গোপনে এই অস্ত্র তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। চলছে নানা পরীক্ষা নিরীক্ষাও। এই মারণাস্ত্রটি তৈরি করতে ব্যয় হচ্ছে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার।

Durga

প্রায় ১০০ কিলোওয়াট ক্ষমতার এই ‘দুর্গা’  ( হাতিয়ারটি এয়ারক্রাফট , ট্যাঙ্ক ও জাহাজে বসিয়েই কাজে লাগানো যেতে পারে বলে শোনা যাচ্ছে। উল্লেখ্য, ২০০০ সাল থেকেই ‘দুর্গা’ তৈরির তোড়জোড় শুরু করেছিল প্রতিরক্ষা মন্ত্রক ( Defense Ministry ) । কিন্তু কোনও কারণে প্রজেক্টটি আটকে যায়। এই অস্ত্রের ক্ষমতা অনেক। ‘দুর্গা’র লেজার রশ্মি যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমানকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে।

Durga

উল্লেখ্য, ২০১৭ সালেই একটি ১ কিলোওয়াটার লেজার অস্ত্র পরীক্ষা করা হয়। তার সাফল্যের পরই ভারতীয় সেনাবাহিনীতে  ( Indian Army ) দুর্গার ( DURGA II laser weapon ) যোগদান আরও নিশ্চিত হয়ে ওঠে। এমনকি এই অস্ত্রটিকে এই কার্যকারিতার জন্য পারমানবিক অস্ত্রের  বিকল্প পদক্ষেপেও ব্যবহার করা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

সম্পর্কিত খবর