বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বিশ্বের প্রথমসারির টেক সংস্থাগুলি বিপুল পরিমানে কর্মী ছাঁটাই করেছে। এমনকি, সেই ছবি পরিলক্ষিত হয়েছে সিলিকন ভ্যালিতেও। যার ফলে এক লহমায় চাকরি হারিয়েছেন কয়েক হাজার কর্মী। ইতিমধ্যেই এই ঘটনায় বিশ্বজুড়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। এমতাবস্থায়, Twitter ও Meta-র মত টেক সংস্থা থেকে ছাঁটাই হয়ে যাওয়া ভারতীয় কর্মচারীদের কাছে কার্যত “মসীহা” হয়ে উঠলেন এক ভারতীয় CEO।
মূলত, জনপ্রিয় ফ্যান্টাসি গেম প্ল্যাটফর্ম Dream11-এর CEO এবং সহ-প্রতিষ্ঠাতা হর্ষ জৈন ওই ভারতীয় কর্মচারীদের দেশে ফিরে আসতে বলেছেন। পাশাপাশি, হর্ষ আশ্বাস দিয়েছেন যে, তিনি তাঁদের চাকরির সুযোগও করে দেবেন। বিশেষ করে যাঁরা H1B ভিসা সংক্রান্ত সমস্যায় রয়েছেন তাঁদেরকেও সাহায্য করতে চান তিনি। এই প্রসঙ্গে হর্ষ জানিয়েছেন যে, ওই কর্মচারীরা ভারতীয় টেক সংস্থাগুলির বৃদ্ধির সম্ভাবনাকে ত্বরান্বিত করতে সহায়তা করবেন।
“দেশে ফিরে আসুন”, জানালেন ভারতীয় CEO: ইতিমধ্যেই হর্ষ জৈন টুইট করে জানিয়েছেন যে, “আমেরিকাতে সদ্য হওয়া ছাঁটাইতে ৫২ হাজারেরও বেশি কর্মচারীকে বাইরের পথ দেখিয়ে দেওয়া হয়। আমি সেখানে উপস্থিত সকল ভারতীয়কে দেশে ফিরে আসতে বলতে চাই। পরবর্তী দশকে ভারতীয় প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।” পাশাপাশি, তিনি আরও যোগ করেছেন, যে ড্রিম স্পোর্টস সর্বদা “ডিজাইন, পণ্য এবং প্রযুক্তিতে নেতৃত্বের অভিজ্ঞতা সহ দারুণ প্রতিভার সন্ধান করে”।
Twitter, Meta, Spotify ছাড়াও আরও একাধিক কোম্পানি কর্মীদের ছাঁটাই করেছে: মূলত, করের পরিমান কমে যাওয়া, কম বিজ্ঞাপনদাতা এবং সামগ্রিক তহবিলের পরিমানের জেরে একাধিক প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে। ইতিমধ্যেই Meta একইসাথে ১১ হাজার কর্মী ছাঁটাই করার জন্য ক্ষোভের মুখে পড়েছে। মূলত, সংস্থাটি তাঁর মোট কর্মীসংখ্যার ১৩ শতাংশকেই ছাঁটাই করে দেয়। এদিকে, সংস্থাটির মার্কেট ক্যাপও ১ ট্রিলিয়ন ডলার থেকে কমে ২৫৫.৭৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। শুধু তাই নয়, ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের পর, সংশ্লিষ্ট কোম্পানির অর্ধেক কর্মচারীকে বরখাস্ত করা হয়েছিল। পাশাপাশি, মাইক্রোসফ্ট, নেটফ্লিক্স, জিলো এবং স্পটিফাইও তাদের বহু কর্মচারীকে ছাঁটাই করেছে।
Dream 11-এর CEO হলেন হর্ষ জৈন: এমনিতেই বর্তমান সময়ে বিদেশের একাধিক টেক কোম্পানি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। যদিও, Dream 11-এর CEO হর্ষ জৈন তাঁর ভারতীয় কোম্পানিটিকে লাভজনক বলে দাবি করেছেন। পাশাপাশি, তিনি জানিয়েছেন, “আমরা ড্রিম স্পোর্টসে ৮ বিলিয়ন ডলারের একটি কোম্পানি। যার ১৫০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।” উল্লেখ্য যে, Dream 11 হল একটি ফ্যান্টাসি গেম প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের ক্রিকেট, ফুটবল, হকি এবং আরও একাধিক ক্ষেত্রে ফ্যান্টাসি দল তৈরি করার সুযোগ দেয়। এদিকে, Dream 11 ছিল ভারতের প্রথম গেমিং কোম্পানি যা বর্তমানে একটি ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়েছে। এমতাবস্থায়, হর্ষ জৈন এমন একজন ভারতীয় টেক লিডার যিনি দেশের দক্ষ প্রতিভাদের ভারতে ফিরিয়ে আনার মাধ্যমে দেশীয় টেক ইকোসিস্টেমকে শক্তিশালী করতে চান।