কাল বাবর ও বাটলারের ট্রফি জয়ের পথে বাঁধা বৃষ্টি! গুরুত্বপূর্ণ নিয়মে বদল ICC-র

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রায় এক মাসের যাত্রাপথ শেষ হচ্ছে আগামীকাল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর ফাইনাল খেলতে কাল ভারতীয় সময় দুপুর ১.৩০ নাগাদ মাঠে নামছে ইংল্যান্ড এবং পাকিস্তান। দুই দল বিশ্বকাপের আগে দুই মাসে নিজেদের মধ্যে মোট আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। তাই একে অপরের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে ভালোভাবেই ওয়াকিবহাল তারা। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছে গোটা ক্রিকেট বিশ্ব।

sam curran england

team pakistan

কিন্তু সেই রোমাঞ্চক ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে যে রবিবার মেলবোর্নে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। সেই বৃষ্টিতে ম্যাচ ভেজতে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভালোরকম। ফাইনালটি যাতে খেলা যায় সেই চেষ্টায় কিছু নতুন নিয়মও আলাদা করে এই বিশেষ ম্যাচটির জন্য বানিয়েছে আইসিসি।

এর আগে একটি টি-টোয়েন্টি ম্যাচ শেষ করার জন্য আইসিসি সর্বোচ্চ ৫ ঘন্টা ১০ মিনিট সময় বরাদ্দ করে থাকতো। কিন্তু মেলবোর্নের এই ফাইনালের জন্য সেই সময় দু ঘন্টা বাড়িয়ে ৭ ঘন্টা ১০ মিনিট করা হয়েছে। যদিও তাতে লাভ হবে এমন আশঙ্কা করছেন না কেউই। কারণ কাল হালকা রিমঝিম বৃষ্টি নয় বরং বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রায় ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সেক্ষেত্র বৃষ্টি স্থগিত কিছুক্ষণের জন্য হলেও আউটফিল্ডকে খেলার যোগ্য গড়ে তুলতে কত সময় লাগবে তার কোনও নিশ্চয়তা নেই।

বৃষ্টি হলে টসও পিছিয়ে যাবে। সেক্ষেত্রে এতদিন নিয়ম ছিল ফলাফলের জন্য অন্তত ৫ ওভার করে দুই দলকেই ব্যাটিং করতে হবে। কিন্তু এই ফাইনালের জন্য সেই ওভার সংখ্যা বাড়িয়ে ১০ করা হয়েছিল। আবহাওয়ার যা অবস্থা তাতে যে দুই দল ১০ ওভার করে মোট ব্যাটিং করতে পারবে এমন কোনও নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে কাল যতটা খেলা হবে সেইটুকুকে ধরে রেখে সোমবার আবার মাঠে নামবে দুই দল।

তবে সোমবারের আবহাওয়ার পূর্বাভাসও এক। ঐদিন ও আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশ। সেক্ষেত্রে খেলা সম্পূর্ণ করা যাবে কিনা সেই নিয়ে ঘোরতর সন্দেহ উপস্থিত হচ্ছে। একান্তই যদি ম্যাচটি সম্পূর্ণ না করা যায় সে ক্ষেত্রে বাবর আজমের পাকিস্তান এবং জস বাটলারের ইংল্যান্ডকে যুগ্ম জয়ী ঘোষণা করা হবে। তবে তেমনটা হয়তো চাইবেন না কোনও পক্ষই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর