মদ্যপান করলে বাড়বে আপনার ত্বকের জেল্লা,বলছে গবেষনা!

 

বাংলা হান্ট ডেস্ক : মদ্যপান শরীরের জন্য ক্ষতিকর। অতিরিক্ত পরিমাণে মদ্যপান করলে শরীরের নানা রকম রোগের সৃষ্টি হতে পারে তবে। শুধুমাত্র শরীরের ভিতরেই কেন বেশি পরিমাণে মদ্যপান করলে শরীরের বাইরের চেহারাতেও তার ছাপ পড়ে।

তবে মদ্যপান আবার শরীরের পক্ষে ভালো এ কথা আমরা আগেই জেনেছি। তবে নতুন গবেষণায় দেখা গেছে, অল্প মদ্যপান করলে বেড়ে যায় শরীরের গ্লামার। সেক্ষত্রে পরিমাণটা খুবই সামান্য হওয়া উচিত অর্থাৎ এক পেগের মত।

IMG 20191030 174958

গবেষকরা কয়েকজনের ওপর গবেষণা চালিয়ে দেখেছেন এক পেগ মদ পান করার পর মানুষদের আরও বেশি ঝরঝরে এবং ফ্রেশ লাগছে।তবে এক পেগের বেশি হয়ে গেলেই সৌন্দর্য কমতে শুরু করে দেয়।তাহলে এবার থেকে আপনি ঠিক কতটা পরিমানে মদ্যপান করবেন সেকথা নিজেই ঠিক করে রাখুন।

সম্পর্কিত খবর