বাংলা hunt : মদ্যপান নাকি জীবনের আয়ু বাড়ায় এমনটাই বলছে বিজ্ঞানীরা। নিয়মিত বিয়ার ও ওয়াইন পান করলে অনেক রকম রোগ হবে না। আয়ু প্রায় ১০০বছর বাঁচার সম্ভাবনা বাড়তে পারে। কিন্তু অতিরিক্ত মদ্যপান শরীরের আয়ু কমে যেতে পারে।
লিভারের রোগের সম্ভাবনা হতে পারে। যে সমস্ত ব্যাক্তিরা প্রতিদিন মদ্যপান করেন তাদের জন্য কিছুটা স্বস্তি দিয়েছেন বিজ্ঞানীরা। নিয়মপালন সময় মতো না করলে রোগ ভোগে মরে যেতে পারে।
এখন দেখার বিষয় বিয়ার বা ওয়াইনের অ্যালকোহল পরিমান সঠিক আছে কি না। তার সাথে সময় মতো পুষ্টিকর খাবার খাওয়া উচিৎ।তা হলে শরীর গঠন ও আরো ভালো হবে। ত্বকের উজ্জ্বলতা বাড়বে।