বাঁচতে চাইলে আজই প্লাস্টিকের বোতলে জল খাওয়ার অভ্যাস ত্যাগ করুন

বাংলা hunt ডেস্কঃ প্লাস্টিকের বোতল আমাদের নিত্যদিনের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িয়ে আছে।রোদের দুপুরে রাস্তার মাঝে কিংবা শিতের বিকেলে রেলওয়ে স্টেশনে কিংবা বাড়ির চার দেওয়ালের মধ্যেই তেষ্টা মানেই মানেই প্লাস্টিকের বোতল খুলে টুক করে দু-ঘোট জল…!!

দোকানের কোল্ড ড্রিংসের বোতল জমিয়ে তাতে জল রেখে ব্যবহার করি মাসের পর মাস। আর একটা বোতল যে কতবার ব্যবহার করি তার কোনো হিসেব থাকে না। কিন্তু জানেন কি, এই প্লাস্টিকের বোতল আপনার জীবনকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে ? প্লাস্টিকের বোতলে জলপানের ক্ষতিকারক দিক গুলি জানলে আপনি আঁতকে উঠবেন।

12 Sheet Summer Preview e1406858658611 700x422

বিজ্ঞানীদের মতে, প্লাস্টিকের বোতলে দিনের পর দিন জল রাখলে তা থেকে এক ধরনের কেমিকেল ও ব্যাকটেরিয়া বেরিয়ে আসে যাএতটাই ক্ষতিকারক ‌যে আপনার শরীরের সবকিছু ওলটপালট করে দিতে পারে। দিনের পর দিন প্লাস্টিকের বোতলে জল রাখলে যে রাসায়নিক টি নির্গত হয় সেটি হল বিস্ফেনল(বিপিএ) যা আমাদের শরীরের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক।

বিশেষজ্ঞদের মতে, এই বিস্ফেনল বা বিপিএ আমাদের ‌যৌনজীবনে মারাত্ত্বক প্রভাব ফেলতে পারে। বিজ্ঞানীদের দাবি ওই বিস্ফোনল আমাদের শুক্রাণু ও ডিম্বানু উৎপাদেনে প্রবল বাধার সৃষ্টি করে সাথে সাথে দেহে বিভিন্ন হরমনের ক্ষরণ অনিশ্চিত ও অনিয়মিত করে দেয়। এটি দেহের এন্ডোক্রিন গ্লান্ডের ক্ষতি করে। এছাড়া ব্রেস্ট ক্যান্সার, হার্টের অসুখ ও জন্মগত শারীরিক ত্রুটির ক্ষেত্রে বড় ভূমিকা ররয়েছে এই বিস্ফেনলের।

গবেষণার রিপোর্ট অনুযায়ী বিস্ফেনল ছাড়াও প্লাস্টিক বোতলের এরও একটা ভয়ঙ্কর দিক হল ব্যাকটেরিয়া। বারবার প্লাস্টিক বোতল ব্যবহার করলে তাতে এমনসব ব্যাকটেরিয়া থাকতে পারে ‌যা টয়লেটের সিটেও থাকে না। ওইসব জীবাণু ৬০ শতাংশই মানুষকে অসুস্থ করে দিতে পারে।

সম্পর্কিত খবর