মদ্যপান না করলে আপনার মৃত্যু হতে পারে তাড়াতাড়ি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এতদিন আমরা জানতাম বেশী পরিমাণ মদ্যপান আপনার মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু এই ধারণা টি সম্পূর্ণ ভুল। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে , যারা নিয়মিত অ্যালকোহল গ্রহণ বা মদ্যপান করেন, তারা অপেক্ষাকৃত মদপান করেন না এমন লোকের থেকে একটু বেশি দিনই বেঁচে থাকেন! আর যারা নিজেদেরকে অ্যালকোহল গ্রহণ বা মদ্যপান থেকে বিরত রাখেন, তারা মূলত অল্প বয়স অবদি বেঁচে থাকেন।

অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী চার্লস হলহানের (Holahan) নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে, মৃত্যুর হার সবচেয়ে বেশি তাদের ক্ষেত্রে, যারা কখনো মদ্যপান করেননি। আর যারা নিয়মিত মদ্যপান করে থাকেন, তাদের মৃত্যুর হার সবচেয়ে কম!

আর যারা সখ করে মাঝে মধ্যে মদ্যপান করেন, তাদের মৃত্যুর হারও মাঝামাঝি। আরো একটি পরিসংখ্যানে ১,৮২৪ জন অংশগ্রহণকারীদের মধ্যে দেখা গিয়েছে যে, যেখানে মদ্যপান না করে ৬৯ শতংশ অকালে মারা গিয়েছেন, সেখানে মাত্র ৪১ শতাংশ অকালে মারা গেলেন মদ্যপান করার কারণে!

সম্পর্কিত খবর

X