বাংলা হান্ট ডেস্ক : ক্যাবে চড়ার আগে মহিলা যাত্রী চালককে জানাল এক অদ্ভুত আর্জি।’তুমি আমার প্রেমিক হবে’, গাড়িতে ওঠার আগে এভাবেই উবের চালকের সঙ্গে চুক্তি করলেন এক মহিলা!পরবর্তী সময়ে মহিলার কথা মেনে নেন চালক।তিনি গাড়ি থেকে খুলে ফেললেন উবেরের স্টিকার৷ হাত থেকে খুলে ফেললেন বিয়ের আংটিও!প্রেমিকের মতো আচরণ করুতে বাধ্য হলেন।
তবে প্রথমটায় মহিলা যাত্রীর এই আর্জিতে থতমত খেয়ে গেলেন উবের চালক৷ অ্যাপ ক্যাব বুক করতে গিয়ে এমন কথা কেউ বলতে পারেন ভাবেননি কোনওদিনও৷ কিন্তু এমনই হল তার সঙ্গে৷ ফোনে ক্যাব বুক করতে গিয়ে এমন সর্তই দিলেন মহিলা যাত্রী৷পরে প্রকাশ্যে এল আসল ঘটনা।প্রথমে ঘাবড়ে গেলেও, পরে মহিলার কথা মেনে নিলেন তিনি৷ গাড়ি থেকে খুলে ফেললেন উবেরের স্টিকার৷ হাত থেকে খুলে ফেললেন বিয়ের আংটিও!তারপর প্রকাশ্যে এল আসল ঘটনা।
মহিলা পড়েছিলেন এক খারাপ পুরুষের পাল্লায়৷ তাকে বিরক্ত করা হচ্ছিল৷ কোনও মতে সেখান থেকে বাঁচতে চাইছিল তিনি৷ বুক করেন নিজের ক্যাব৷ কিন্তু ভাড়ার গাড়ি দেখে যদি তাতে সেই পুরুষটিও চেপে বসেন৷ তাই আগে থেকেই চালককে এমন আর্জি জানিয়েছিলেন যাত্রী৷ গোটা ঘটনাটি ফেসবুকে লিখেছেন উবের চালক৷বিষয়টি সামনে আসতে অনেক মানুষ তার এই সাহায্যের তারিফ করেছেন, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে৷
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার