কোনও ষড়যন্ত্র নাকি ভ্লগারের কর্ম? পুরীর জগন্নাথ মন্দিরের ওপরে দীর্ঘক্ষণ উড়ল ড্রোন! শুরু তুমুল হইচই

বাংলা হান্ট ডেস্ক: রবিবার ভোরে পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) ওপর দিয়ে আচমকাই একটি ড্রোন উড়তে দেখা যায়। ওই ড্রোনটি প্রায় এক ঘন্টা মন্দিরের চূড়ার ওপরে ছিল। তারপর সেখান থেকে চলে যায়। এদিকে, এই বিষয়টি সামনে আসতেই পুলিশ-প্রশাসনের মধ্যে হইচই শুরু হয়ে যায়। তাৎক্ষণিকভাবে এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তবে, ড্রোনটি কোনও ষড়যন্ত্রের অংশ হিসেবে মন্দিরের ওপর দিয়ে পাঠানো হয়েছিল নাকি এটি কোনও ভ্লগারের কর্ম তা এখনও স্পষ্ট নয়।

জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) ওপরে দীর্ঘক্ষণ উড়ল ড্রোন:

এদিকে, ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। তিনি নিজেই এই বিষয়ে পুরীর এসপির সাথে কথা বলেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার সাথে যুক্ত থাকা অভিযুক্তদের গ্রেফতার করতে বলেছেন।

Drone flew over the Jagannath temple in Puri for a long time.

জানিয়ে রাখি যে, পুরীর মন্দিরের (Jagannath Temple) আশেপাশের এলাকাটিকে “নো ফ্লাইং জোন” হিসেবে ঘোষণা করা হয়েছে। ড্রোন তো দূরের কথা, এরোপ্লেনও ওই মন্দিরের উপর দিয়ে উড়তে পারে না। তা সত্বেও, রবিবার ভোর ৪ টা ১০ মিনিটে এই ড্রোনটিকে মন্দিরের চূড়ার ঠিক ওপরে উড়তে দেখা যায়। আধিকারিকদের মতে, ওই ড্রোনটি প্রায় এক ঘণ্টা ধরে মন্দিরের চারপাশে ঘোরাফেরা করে। যদিও এই খবর পুলিশ ও প্রশাসনের কাছে পৌঁছনোর আগেই সেখান থেকে এই ড্রোনটি উধাও হয়ে যায়।

আরও পড়ুন: ৯৬০ কোটি টাকার শেয়ার দান করলেন বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের মাস্ক! কারণ কি শুধুই পুণ্য অর্জন?

আইনমন্ত্রী এসপিকে ডেকে আপডেট নেন: পুলিশের মতে, মন্দিরের চূড়ার (Jagannath Temple) ওপর ড্রোন ওড়ানো মন্দিরের নিরাপত্তার জন্য হুমকি বিষয় হয়ে দাঁড়ায়। এমতাবস্থায়, ড্রোনটি শনাক্ত করতে এবং ড্রোন ওড়ানো ব্যক্তিকে গ্রেফতার করতে তাৎক্ষণিকভাবে পৃথক দল গঠন করা হয়। আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন নিজেও এসপিকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে মন্দিরের ওপর ড্রোন ওড়ানো বেআইনি এবং কোনও অবস্থাতেই এটি মেনে নেওয়া যায় না। মন্দিরের নিরাপত্তা লঙ্ঘনকারী ব্যক্তিকে অবিলম্বে চিহ্নিত করে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: এই কারণে কলকাতা থেকে পড়শি রাজ্যে সরল ডার্বি! হবে কোথায়? রইল লেটেস্ট আপডেট

পুরীর মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে: আইনমন্ত্রী হরিচন্দনের মতে, ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সরকার মন্দির (Jagannath Temple) চত্বরের নিরাপত্তা বাড়াচ্ছে। বিশেষ করে মন্দিরের চারপাশে অবস্থিত ৪ টি মনিটরিং টাওয়ারে সর্বক্ষণ পুলিশ মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন যে এই ঘটনাটি কোনও ভ্লগার বা ইউটিউবারের কাজ হতে পারে। তবে এর পেছনে অসামাজিক অভিসন্ধির তত্বও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এমতাবস্থায়, বর্তমানে পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর