ক্রিকেটাররা নিজেদের জাত ভুলে ভারতীয় দলের হয়ে খেলুক! BCCI-এর কাছে বিস্ফোরক কংগ্রেস সাংসদ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তার বিবৃতি নিয়ে রীতিমতো বিতর্ক চলছে। কিন্তু কংগ্রেস এমপি কার্তি চিদাম্বরম (Kirti Chidambaram) নিজের অবস্থান পরিবর্তন করার কোনো রকম ইঙ্গিত দেননি। তিনি ফের একবার জোড় গলায় ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষকে ভারতীয় খেলোয়াড়দের বর্ণ উপাধি অপসারণের সুপারিশ করতে অনুরোধ করেছেন। গত মঙ্গলবার এই কংগ্রেস সাংসদ বলেছেন, “আমি অত্যন্ত ভাল উদ্দেশ্য নিয়ে বিসিসিআইকে (BCCI) ভারতীয় দলের (Indian Cricket Team) সদস্যদের পরামর্শ দিতে বলেছিলাম, বিশেষ করে যেহেতু তারা ভারতের হয়ে খেলছে, তাদের বর্ণের নাম অফিসিয়াল অন্তর্ভুক্ত না করার জন্য।”

এর ঠিক দুইদিন আগে চিদাম্বরম প্রথম এই বিষয়টি নিয়ে টুইট করেছিলেন। কংগ্রেস এমপি বলেছিলেন যে “ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের অবশ্যই ভারতীয় জার্সি গায়ে মাঠে নামা খেলোয়াড়দের তাদের বর্ণের নাম বাদ দেওয়ার পরামর্শ দেওয়া উচিত।” তখন থেকেই এই বিষয়টি নিয়ে জলখোলা আরম্ভ হয়।

মঙ্গলবার তিনি বিষয়টি নিয়ে আরও বিশদে আলোকপাত করেছেন। তার এই বক্তব্য নিয়ে যে আলোচনা বিতর্ক ইত্যাদি হচ্ছে তা জানতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন। তার মতে এই বিষয়টি নিয়ে সরাসরি কথা হওয়া প্রয়োজন এছাড়াও, যখন সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন তার জাত জানতে চেয়ে মন্ত্রীর মূল পোস্টের উত্তর দিয়েছিলেন, তখন কার্তি উত্তর দিয়েছিলেন, “আমি কোনও বর্ণের অন্তরে নিজেকে দেখি না।”

আরও পড়ুন: টাইমড আউট বিতর্কের পর বিশ্বকাপ কেরিয়ার শেষ সাকিবের! মারাত্মক চোট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক

ভারতীয় দল বর্তমানে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলছে। সেই বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াডে থাকা বেশ কিছু ক্রিকেটার এমন রয়েছে যাদের শেষ নাম তাদের বর্ণের পটভূমি উল্লেখ করে। এমন কিছু ক্রিকেটারের উদাহরণ হল শ্রেয়স আইয়ার, শুভমান গিল, শার্দুল ঠাকুর, রোহিত শর্মা, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব।

আরও পড়ুন: কলকাতায় খেলা হলে বাংলা গানই চলবে! ইডেনে কোহলিদের ম্যাচের পর দাবি গর্গ চ্যাটার্জীর বাংলা পক্ষর

গত বছর এমন একটি বিষয় নিয়ে পোস্ট করে বিতর্কের শিকার হয়েছিলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। জাদেজা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “#RAJPUTBOY FOREVER, জয় হিন্দ।” কর্ণাটক ব্যতীত অন্যান্য জায়গায় রাজপুতরা নিজেদের একটি উঁচু জাতি হিসাবে শ্রেণীবদ্ধ করে থাকে। শুধুমাত্র কর্ণাটকে তারা অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) হিসাবে বিবেচিত হয়। ফলে সেই সময় তার এই পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর