তাঁকে বন্দির হাস্যকর দাবি করেছিল পাকিস্তান! বায়ুসেনার সেই পাইলট শিবাঙ্গীর সঙ্গে ছবি তুললেন রাষ্ট্রপতি

Published on:

Published on:

Draupadi Murmu boards Rafale fighter jet.

বাংলা হান্ট ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) বুধবার একটি বিরাট নজির গড়েছেন। মূলত, তিনি হরিয়াণার আম্বালা বিমান ঘাঁটি থেকে রাফাল যুদ্ধবিমানে সওয়ার হন। দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু রাফালে সওয়ার হয়েছেন। উল্লেখ্য যে, রাফাল বিমানটি কেবল সাহসী নেতৃত্বের ধরণকেই প্রতীকী করে না বরং বিশ্বকে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সক্ষমতা এবং আত্মনির্ভর ভারতের প্রতি সংকল্পের প্রতিফলনও ঘটায়।

দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফালে সওয়ার হলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu):

এদিকে, বুধবারের এই সফরে রাষ্ট্রপতির (Droupadi Murmu) সঙ্গে ছিলেন বিমান বাহিনী প্রধান এপি সিং এবং অন্যান্য আধিকারিকরা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং-এর সঙ্গেও দেখা গিয়েছে। উল্লেখ্য যে, অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানি মিডিয়া এবং ইনফ্লুয়েন্সাররা দাবি করেছিল যে, শিবাঙ্গীকে পাকিস্তান বন্দি করেছিল। শুধু তাই নয়, অপারেশন সিঁদুরের পর থেকে, পাকিস্তান স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং সম্পর্কে ক্রমাগত মিথ্যা প্রচার চালায়। যদিও, এবার সমস্ত ভুল দাবিকে উড়িয়ে দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং-এর সঙ্গেও দেখা গিয়েছে।

জানিয়ে রাখি যে, ফরাসি বিমান বাহিনীর কোম্পানি ডাসল্ট এভিয়েশন দ্বারা তৈরি রাফাল যুদ্ধবিমান, ২০২০ সালের সেপ্টেম্বরে আম্বালা বিমান বাহিনী স্টেশনে আনুষ্ঠানিকভাবে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। ২৭ জুলাই ২০২০ তারিখে ফ্রান্স থেকে আসা প্রথম ৫ টি রাফাল বিমান ১৭ স্কোয়াড্রন গোল্ডেন অ্যারোতে অন্তর্ভুক্ত হয়।

আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেটে নয়া বিতর্কের সূত্রপাত! বোর্ডের কাছে বিশেষ শর্ত আরোপ এই খেলোয়াড়ের

এদিকে, রাফাল যুদ্ধবিমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) এই উড়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সাম্প্রতিক সময়ে এই যুদ্ধবিমানটি একাধিক দুর্দান্ত নজির গড়েছে। গত ৭ মে অপারেশন সিঁদুরের মধ্যে পাক-অধিকৃত অঞ্চলে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী আস্তানা ধ্বংস করার ক্ষেত্রেও রাফাল জেট ব্যবহার করা হয়েছিল।

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য সুখবর! অষ্টম বেতন কমিশনে সবুজ সঙ্কেত, ১ লক্ষ টাকার বেতনে হবে কত বৃদ্ধি?

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে, ২০২৩ সালের ৮ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসামের তেজপুর বিমান ঘাঁটি থেকে সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন। তবে, এবার তিনি অত্যাধুনিক রাফাল বিমানেও সওয়ার হলেন।