বাংলাহান্ট ডেস্ক: শাহরুখ খান পুত্র আরিয়ান খানের (aryan khan) মাদক কাণ্ডে গ্রেফতারির পর থেকেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শনিবার মধ্যরাতে একটি বিলাসবহুল ক্রুজ থেকে হাতেনাতে পাকড়াও করা হয় কিং খান পুত্র সহ ১০ জনকে। টানা ১৬ ঘন্টা জেরার পর আরিয়ান সহ আরো দুজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।
জেরায় আরিয়ান মাদক সেবনের কথা স্বীকার করে নিয়েছেন বলেও দাবি করা হয়েছে NCB র তরফে। ক্রুজ থেকে ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস, ২২ টি এমডিএমএ পিলস এবং নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে। ক্রুজে উপস্থিত মেয়েদের স্যানিটারি প্যাডের মধ্যে, ওষুধের বাক্সে, পোশাক এমনকি অন্তর্বাসের সেলাইয়ের মধ্যেও মাদক লুকনো ছিল।
আরিয়ানের লেক্সের কৌটোর মধ্যেও উদ্ধার হয়েছে মাদক। গোটা কাণ্ড দেখে থ তদন্তকারীরা। ওই ক্রুজটি মুম্বই থেকে গোয়া যাচ্ছিল বলে জানা গিয়েছে। এই পরিমাণ মাদক ওখানে কোথা থেকে এল সেটাই জানার চেষ্টা চলছে। ৪ ঠা অক্টোবরই অভিযুক্তদের আদালতে তোলা হবে। তখন আরিয়ানের জামিনের আবেদন করতে পারেন তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে।
গ্রেফতারি পরোয়ানায় নিজের হাতে আরিয়ান লিখেছেন, ‘আমি বুঝতে পেরেছি আমাকে কেন গ্রেফতার করা হয়েছে। পরিবারের সদস্যদেরও ফোন মারফত আমি সেটাই জানিয়েছি।’ অভিযুক্তদের বিরুদ্ধে। এনডিপিএস অ্যাক্টের আওতায় সেকশন ৮(সি), ২০(বি), ২৭ ও ৩৫ ধারায় মামলা দায়ের হয়েছে।