বিদেশে কোটি কোটি টাকার ব্ল্যাকমানি, বড়সড় আর্থিক ক্যলেঙ্কারি করেছেন সচিন তেন্ডুল্কার! ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) দারুণভাবে খবরের শিরোনামে উঠে এসেছিল ২০১৬ সালে। পানামা পেপার লিক মামলায় উঠে এসেছিল বেশ কিছু বড় বড় নাম। যারা জড়িয়ে পড়েছিলেন ট্যাক্স ফাঁকি দেওয়ার ঘটনায়। এবার ফের একবার আইসিআইজে উঠে এল সংবাদ শিরোনামে।

জানা গিয়েছে তাদের তদন্ত অনুযায়ী কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে একাধিক ভারতীয় কিংবদন্তির নামে। যারা পানামা পেপার লিক মামলা সামনে আসার পর থেকেই কার্যত আতঙ্কের দিন গুনছিলেন। কারন ভয় ছিল হয়তো বা সামনে এসে যেতে পারে তাদের কর ফাঁকির কান্ড। সংস্থার তরফে জানানো হয়েছে শুধু যে ভারতীয় ব্যবসায়ীদের নাম রয়েছে তা নয় এই ঘটনায় নাম রয়েছে ভারতের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার শচীন টেন্ডুলকারেরও (sachin tendulkar)।

আইসিআইজে তরফে জানানো হয়েছে, পানামা পেপার লিকেস সামনে আসার পর তিন মাসের মধ্যেই শচীন তার ব্রিটিশ দ্বীপের সম্পত্তি বিক্রি করতে শুরু করেছিলেন। বিশ্বের ১১৭ টি দেশের ৬০০ জন সাংবাদিক মিলে প্রায় ১.১৯ কোটি পেপার স্ক্যান করে এই প্রতিবেদন সামনে এনেছেন। জানা গিয়েছে শুধু শচীন টেন্ডুলকারই নয় আরও প্রায় ৬০ জন ভারতীয়ের নাম রয়েছে এই প্রতিবেদনে, যারা সরকারের ট্যাক্স ফাঁকি দিয়েছেন। জানা গিয়েছে চলচ্চিত্র জগৎ সহ একাধিক ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে নেই তারকারা।

956793 sachin tendulkar pti

প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছরের জুলাই মাসে পানামা পেপার লিক সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রকাশ করেছিল কেন্দ্রীয় সরকার যেখানে ২০,০৭৮ কোটি টাকার অবৈধ সম্পত্তির হদিস মিলেছে। আইসিআইজে তরফে জানানো হয়েছে, শীঘ্রই সমস্ত নাম সামনে নিয়ে আসতে চলেছে তারা। ২০১৬ সালে প্রথমবার যখন এই তদন্ত সংক্রান্ত রিপোর্ট সামনে আসে জর্ডানের রাজা, ইউক্রেন, কেনিয়া এবং ইকুয়েডরের প্রেসিডেন্ট, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টোন ব্লেয়ারও এই করফাঁকির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছিল। নাম সামনে এসেছিল ১৩০ জন ভারতীয়র। এবার সামনে এল শচীন টেন্ডুলকারের নাম।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর