আবারো কলকাতায় মদ খাইয়ে গণধর্ষণ এক নাবালিকাকে

Published On:

প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের(gangrape) শিকার হল এক নাবালিকা। সে সপ্তম শ্রেণীর ছাত্রী। এবার দক্ষিণ-পশ্চিম কলকাতায় এই অভিযোগ উঠল। যদিও এই ঘটনার কয়েকঘন্টার মধ্যেই অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, পর্ণশ্রী থানা এলাকার মোমিনপুরের ১২ বছরের ওই নাবালিকা বৃহস্পতিবার প্রেমিকের ডাকে সারা দিয়ে ঘুরতে গিয়েছিল। অভিযোগ, একবালপুরের কাছে নিয়ে গিয়ে তাঁর প্রেমিক মদ্যপান করায়।

সেখানে আরও তিন বন্ধু উপস্থিত ছিল বলে দাবি করেছে ওই নাবালিকা। মদ্যপান করিয়ে বেহুঁশ করে চারজন মিলে তাঁকে গণধর্ষণ করে। এরপর ওই আস্থানায় ফেলেই পালিয়ে যায় চার অভিযুক্ত। বৃহস্পতিবার রাতে আর বাড়ি ফিরতে পারেনি ওই নাবালিকা। ফলে তাঁর বাবা পেশায় বেসরকারি সংস্থার কর্মী রাতেই পর্ণশ্রী থানায় নিখোঁজ ডায়রি করেন। কিন্তু শুক্রবার সকালে নিজেই বাড়ি ফিরে পুরো ঘটনা পরিবারের সকলকে জানায় ওই নাবািলকা।

এরপরই পর্ণশ্রী থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে ওই নাবালিকার চার বন্ধুকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অমরজিত্‍ পাল চৌপাল, মনোজ শর্মা, বিকাশ মল্লিক ও ঋত্ত্বিক রাম।  ধৃতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। অভিযুক্ত প্রথম দুজনের বাড়ি পর্ণশ্রী এলাকায় ও বাকি দুজনের একবালপুরে।ওই নাবালিকার শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেহেতু ঘটনাটি একবালপুর থানায় ঘটেছে তাই পকসো আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে একবালপুর থানার পুলিশ।

ধৃতদের শনিবারই আলিপুর কোর্টে হাজির করাবে পুলিশ। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে মোমিমপুর এলাকায়।

X