বাংলাহান্ট ডেস্কঃ করোনা (corona virus) সংক্রমণ ঠেকানোর জন্য ইতিমধ্যেই লকডাউন বাড়ানোর ভাবনা চিন্তা করছে কেন্দ্র। যে কোনো মুহুর্তে আমরা পৌঁছে যেতে পারি সংক্রমণের তৃতীয় পর্যায়ে। দেশে যে হারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে তাতে সচেতনতা ছাড়া নিজেকে রক্ষা করবার উপায় দেশবাসীর কাছে নেই। এরই মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। কোয়াম্বাটুরে( coimbatore )স্যানিটাইজার ( sanitizer) খেয়ে মৃত্যু ঘটল এক যুবকের।
জানা যাচ্ছে, ঐ যুবক একটি গ্যাস এজেন্সিতে ডেলিভারি বয় হিসাবে কাজ করত। বার্নাড নামে ৩৫ বছরের ঐ যুবক নিয়মিত মদ্যপান করতেন এবং মদ্যাসক্ত ছিল। লকডাউনের কারনে মদ না পাওয়ায় তিনি বিরক্ত ছিলেন। এমন সময় এজেন্সি কর্তৃক তাকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করার উদ্দেশ্যে তাকে স্যানিটাইজার দেওয়া হলে তিনি তা পান করেন।
স্যানিটাইজার পান করে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্ত্রী তাকে হাসপাতালে নিয়ে গেলেও ততক্ষণে দেরি হয়ে যায়। তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বার্নার্ডের মরদেহ পোস্টমর্টেমের জন্য প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, সারা বিশ্বে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতেও তার ভয়াল থাবা বসিয়েছে মারন ব্যাধি করোনা। গোটা দেশে করোনায় মোট আক্রান্তদের সংখ্যা ৭৪০০ পার করেছে। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৩৯ জন। এই মুহুর্তে গৃহবন্দী হয়ে থাকা ছাড়া উপায় নেই। সংক্রমণ এড়াতে ভালো করে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন। কেন্দ্র ও রাজ্যের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।