আরজি কর কাণ্ডের রেশ কাটেনি! এবার নার্সকে হেনস্থার অভিযোগ! অভিযুক্ত TMC কাউন্সিলর

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার রেশ এখনও পুরোপুরি কাটেনি। আগস্ট মাসের ওই ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল, ক্ষত এখনও টাটকা অনেকের মনে। এই আবহে এবার এক নার্সকে হেনস্থার অভিযোগ উঠল। অভিযোগের তীর খোদ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কাউন্সিলরের বিরুদ্ধে।

  • তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের বিরুদ্ধে নার্সকে হেনস্থার অভিযোগ!

ঘটনাটি ঘটেছে দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানকার এক নার্সকে (Nurse) হেনস্থার অভিযোগ উঠেছে দুবরাজপুর পুরসভার ৭ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শেখ নাজিরউদ্দিনের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। রাজ্যের শাসকদলকে তীক্ষ্ণ আক্রমণ শানিয়েছে বিজেপি।

রিপোর্ট বলছে, দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে গেলে বচসা এবং নার্সকে হেনস্থার অভিযোগ ওঠে। শুধু তাই নয়! পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এই ভেবে পুলিশ কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে তাঁকেও মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল (TMC) কাউন্সিলরের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ পার পাবে না রাজনৈতিক দলও! সরকারি সম্পত্তি ভাঙচুর করলে…! এবার বিরাট নির্দেশ হাইকোর্টের

‘তোমাদের মতো মেয়েদের জন্য আরজি কর মেডিক্যালের মতো ঘটনা ঘটেছে’, তৃণমূল কাউন্সিলর এমনই হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন অভিযোগকারিণী নার্স। ইতিমধ্যেই জল গড়িয়েছে থানা অবধি। দুবরাজপুর থানায় অভিযোগকারিণী লিখিত অভিযোগ দায়ের করেছেন।

trinamool congress tmc flags

দুবরাজপুর ব্লকের বিএমওএইচ বলেন, অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বও ঘটনাটি নিয়ে মুখ খুলেছে। বীরভূম (Birbhum) জেলার তৃণমূলের সহ সভাপতি বলেন, এই ঘটনা ঘটে থাকলে অত্যন্ত দুর্ভাগ্যজনক। দল বরদাস্ত করবে না। পাল্টা বিজেপির আক্রমণ, তৃণমূল নেতাদের এটাই কাজ, এটাই সংস্কৃতি।

আরজি কর কাণ্ডের রেশ পুরোপুরি কাটার আগেই নার্সকে হেনস্থার অভিযোগ! অভিযুক্ত খোদ তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর! দুবরাজপুরের এই ঘটনায় রাজ্যের শাসকদলের অস্বস্তি বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে এই নিয়ে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর