বাংলা হান্ট ডেস্কঃ গত বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে পরাজয়ের পর থেকেই ক্রমশ অস্বস্তি বৃদ্ধি পেয়ে চলেছে বিজেপি দলের। একের পর এক নেতারা যখন বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছে, ঠিক অপরদিকে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র ক্রমশ উঠে আসতে শুরু করেছে। মুকুল রায়, রাজীব ব্যানার্জি থেকে শুরু করে বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিংয়ের মতো একাধিক নেতারা বিজেপি ছেড়ে শাসকদলে যোগদান করার ফলে দলের সংগঠন ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। আর এবার দলের বিরুদ্ধে সুর চড়ালেন অপর এক নেতা দুধকুমার মণ্ডল। তবে এই ক্ষোভের কারণ কি?
একাধিক বিতর্কিত মন্তব্য এবং বিরোধীদের কটাক্ষের জন্য বঙ্গ রাজনীতিতে বেশ পরিচিত নাম দুধকুমার মণ্ডল। এদিন সেই ধারা বজায় রেখে একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন দুধকুমারবাবু। তিনি লেখেন, “জেলা থেকে ব্লক কমিটি আমার সঙ্গে আলোচনা না করে কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ আমাকে যারা ভালোবাসেন, চুপচাপ বসে যান।”
স্বভাবতই, তাঁর এই পোস্টের ফলে অস্বস্তিতে পড়ে যায় দল। বিজেপির অন্দরেই জল্পনা ছড়াতে থাকে, তবে কি এবার তৃণমূল দলে নাম লেখাতে চলেছেন দুধকুমার মণ্ডল? যদিও এই প্রসঙ্গে এখনো পর্যন্ত স্পষ্ট ধারণা না মিললেও রাজ্য নেতৃত্বের মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। দুধকুমারের ফেসবুক পোস্টের সমালোচনা করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমাদের দল কোন ব্যক্তির উপর নির্ভর করে না। এখানে কোনো ব্যক্তিকে ভালোবাসে কেউ দল করে না। ফলে ওনার ফেসবুক পোস্ট দলের ওপর কোনো প্রভাব ফেলবে না। তবে দুধকুমার বাবু যে বক্তব্য প্রকাশ করেছেন, তার জন্য দল থেকে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
যদিও বিজেপি নেতার এই বক্তব্যকে সমর্থন করতে দেখা গিয়েছে বেশ কয়েকজন কর্মীকে। তাঁর এই পোস্টের কমেন্টে এক ব্যক্তি লেখেন, “দাদা প্রণাম ও ভালোবাসা নেবেন, খুব কষ্ট পেলাম এই কারণে যে আপনার মতোন মানুষদের এই অবস্থা দেখে, আমি আপনার আক্রমার্তক স্বভাব দেখে বিজেপি রাজনীতিতে উদ্বুদ্ধ হয়েছিলাম, আপনার মতোন নেতৃত্বের আমাদের খুব প্রয়োজন, বিশেষ করে এই সময়ে।”