লক্ষ্য লোকসভা! রেশন কার্ড নিয়ে বড়সড় মাস্টারস্ট্রোক মোদি সরকারের

বাংলাহান্ট ডেস্ক : ভারতের রেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। এই ব্যবস্থার মাধ্যমে অতি সামান্য খরচে অথবা কখনো কখনো বিনামূল্যে সাধারণ মানুষ সরকারের পক্ষ থেকে খাদ্যশস্য পেয়ে থাকেন। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচন ও কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্রীয় সরকার দিতে পারে বিনামূল্যে খাদ্যশস্য।

সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী গরিবকল্যাণ অন্ন যোজনার (Pradhanmantri Garib kalyan Anna Yojna) মাধ্যমে এই খাদ্যশস্য বন্টন করা হবে সাধারণ মানুষের মধ্যে। একাধিক রিপোর্ট দাবি করছে, ২০২৪ সালের জুন মাস পর্যন্ত, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত সরকার বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া জারি রাখতে পারে।

একটানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে নরেন্দ্র মোদী (Narendra Modi) এই সিদ্ধান্ত নিতে পারেন। ব্লুমবার্গের একটি প্রতিবেদন বলছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। কিন্তু এই যোজনা আগামী বছর জুন মাস পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। এই বিষয়টি এখনো পর্যন্ত রয়েছে আলোচনার স্তরে।

আরোও পড়ুন : ফিক্সড ডিপোজিট থেকে ক্রেডিট কার্ডের নিয়ম, সেপ্টেম্বর মাসে বদলাতে চলেছে এই ৭টি জিনিস

এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। উচ্চপদস্থ কিছু আমলা বলেছেন, প্রকল্পের সময়সীমা বৃদ্ধি করলে খুব একটা খরচ বাড়বে না। সরকার এই প্রকল্পের জন্য বাজেট থেকে টাকা বরাদ্দ করে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আগেরবার শেষ হয়েছিল ২০২২ সালের ৩১ ডিসেম্বর। সেটি পুনরায় নতুনভাবে চালু করা হয় ২০২৩ সালে।

আরোও পড়ুন : আমজনতার জন্য সুখবর! রেশন কার্ড থাকলেই কেল্লাফতে, এবার মিলবে এই দুটি বিশেষ সুবিধা

অন্ত্যোদয় অন্ন যোজনার সাথে এর মাধ্যমে শুরু হয় নতুন খাদ্য সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকার সুবিধাভোগীদের বিনামূল্যে খাদ্য বন্টন করতে শুরু করে এই বছরের জানুয়ারি থেকে। সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে ৮০ কোটি ভারতবাসীকে।

ration

 

করোনা মহামারীর প্রথম পর্যায়ে ২০২০ সালে প্রথমবারের জন্য শুরু করা হয় প্রধানমন্ত্রী গরিবকল্যাণ অন্ন যোজনা। এই বছর দশটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে যার মধ্যে সাতটি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। সেই কথা মাথায় রেখে সরকার নতুন সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর