জোরে হাওয়া দিলেই কেঁপে ওঠে 1,428 ফুট উঁচু ভবন! কোথায় রয়েছে এমন বিল্ডিং ? জানুন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক : আজকাল বড় বড় শহরে অনেক আকাশচুম্বী ভবন তৈরি হচ্ছে। এসব বিশাল উঁচু উঁচু ভবন দেখে অবাকও হলেও আপনি কি কখনও বিশ্বের সবচেয়ে পাতলা উঁচু ভবনের কথা শুনেছেন? এই বিল্ডিংটি কোথায় অবস্থিত আর দেখতেই বা কেমন? আজ আমরা আপনাকে সেই সুউচ্চ ভবন সম্পর্কেই কিছু কথা জানাব। পৃথিবীর এই বিল্ডিংটি এতটাই পাতলা যে নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না।

বিশ্বের সবচেয়ে পাতলা এই ভবনটি যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অবস্থিত। এই ভবনের নাম স্ট্যানওয়ে টাওয়ার। এর উচ্চতা 1,428 ফুট। এই টাওয়ারটি 84 তলা বিশিষ্ট। ‘স্ট্যানওয়ে টাওয়ার’-এর নির্মাণকারীরা দাবি করেছেন যে এটি ‘বিশ্বের সবচেয়ে পাতলা আকাশচুম্বী’। নির্মাণকারীদের মতে, স্টেইনওয়ে টাওয়ারের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 24:1।

বলা বাহুল্য, এটি পৃথিবীর বুকে গড়ে ওঠা একটি বিস্ময়। দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, এই ভবনটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী কংক্রিট দিয়ে তৈরি। এই স্ট্যানওয়ে টাওয়ার তৈরীর সঙ্গে যুক্ত রোয়ান উইলিয়ামস ডেভিসের মত অনুসারে, 1000 ফুটের বেশি উঁচু এই টাওয়ারটি 100 মাইল বেগে ঝড় হলেই দুলে উঠতে পারে। যদিও এর ভিতরে বসবাসকারী লোকেরা সেটি অনুভব করতে পারবেন না বলেও তিনি দাবী করেন।Steinway Tower

জানা গিয়েছে, 1428 ফুট উঁচু স্ট্যানওয়ে টাওয়ারে শীতের সময় তুষার জমে যায়। এর পরে, তাপমাত্রা যখন একটু একটু করে বাড়তে শুরু করে, তখন এই জমাট বরফ গলতে শুরু করে। প্রসঙ্গত উল্লেখ্য, বরফের পুরু চাদর গলে যাওয়ার কারণে যে কোনো সময় বরফের টুকরো মাটিতে পড়তে শুরু করে। অতীতেও বহুবার এই বরফের টুকরো ছড়িয়ে পড়ার সময় মানুষ আহতও হয়েছেন। এ ছাড়া যানবাহনেরও ক্ষতি হয়েছে। পাশাপাশি যান চলাচল বন্ধ রাখতে হয়েছে কখনো কখনো।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর