পশ্চিমী ঝঞ্ঝার কারনে বৃষ্টিপাত বিস্তীর্ণ অঞ্চলে, জানাল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবিবার মহারাষ্ট্র এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি মধ্য প্রদেশ এবং অরুণাচলে। খুবই সামান্য সম্ভব না হলেও দক্ষিণবঙ্গের দুই-এক জায়গায় বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যাতে। বৃষ্টি হতে পারে মহারাষ্ট্র তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশে। নতুন করে পশ্চিমী ঝঞ্জা ঢুকবে জম্মু-কাশ্মীরে।

700339815 HeavystormandrainlashKolkata 6 630x420 1

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় দিল্লির বিস্তীর্ণ অঞ্চলে হলো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। যার জেরে এক ধাক্কায় অনেকটা কমে গেছে তাপমাত্রা। পাশাপাশি বৃষ্টিপাতের ফলে আরো কমে গেল দিল্লিতে দূষণ। রাজধানীর বাতাসে AQI নেমে আসল ৬৬ তে।

আজ বৃষ্টিপাতের সম্ভাবনা আরো পাঁচটি রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে। পাঞ্জাব, হিমাচল প্রদেশ, লাদাখ, কাশ্মীর ও পাকিস্তানের গিলগিট বালটিস্তানে হবে বৃষ্টি। পাশাপাশি অরুণাচল প্রদেশ, মধ্য মহারাষ্ট্র ও বিদর্ভে হতে পারে শিলাবৃষ্টি।

আজ কলকাতায় (Kolkata) গতকাল তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ একটু হলেও কমবে তাপমাত্রা। আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ নেই বললেই চলে। তুষারপাত, বৃষ্টিপাত, বজ্রপাত হবার এখন কোন সম্ভাবনাই নেই জানায় হাওয়া অফিস। তবে এখন আগামী কয়েকদিন বাড়বে শুধুই তাপমাত্রা।

 

সম্পর্কিত খবর