এই একটা ভুলের কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় হাতছাড়া ভারতের, এবার পস্তাচ্ছেন গম্ভীর-রোহিত

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ভারত (India National Cricket Team) এবং শ্রীলঙ্কার (Sri Lanka) মধ্যে চলা T20 সিরিজ শেষ হয়েছে। তারপরে শুরু হয়েছে ODI সিরিজ। আর ওই সিরিজের প্রথম ম্যাচেই ঘটল বিপত্তি। গত শুক্রবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ২৩০ রান করে শ্রীলঙ্কা। এরিয়েল ভারতীয় দলের স্কোর ছিল ৮ উইকেটে ২৩০ রান। এমতাবস্থায়, ১৫ বলে ১ রানের প্রয়োজন ছিল। কিন্তু শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা কার্যত চমক দেখিয়েছেন। তিনি প্রথমে শিবম দুবে এবং তারপর ১১ নম্বর ব্যাটার হিসেবে ক্রিজে আসা অর্শদীপ সিংকে এলবিডব্লিউ করেন। এই কারণে ম্যাচটি টাই হয়।

একটা ভুলের কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় হাতছাড়া ভারতের (India National Cricket Team):

সুন্দরকে ওপরে ব্যাট করতে পাঠানোর বিষয়টি সফল হয়নি: প্রসঙ্গত উল্লেখ্য যে, শুভমান গিল ও রোহিত শর্মাকে আউট করার পর ওয়াশিংটন সুন্দরকে চার নম্বরে ব্যাট করতে পাঠায় ভারতীয় দল। আপার অর্ডারে ব্যাট করার অভিজ্ঞতা আছে সুন্দরের। কিন্তু, ওই ম্যাচে তিনি ব্যর্থ হন। ৪ বলে ৫ রান করে আউট হন তিনি। আকিলা ধনঞ্জয়া তাঁকে আউট করেন। এমতাবস্থায়, ৮৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া (India National Cricket Team)। আর এইভাবে সুন্দরকে ৪ নম্বরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত হয় সম্পূর্ণ ব্যর্থ।

   

Due to this mistake, India National Cricket Team team lost the victory against Sri Lanka.

অক্ষর একটি ভালো বিকল্প হতে পারতেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় দলের (India National Cricket Team) প্লেয়িং ইলেভেনে ছিলেন অক্ষর প্যাটেলও। T20 বিশ্বকাপের ফাইনালের মতো ম্যাচে তাঁকে ওপরের দিকে ব্যাট করতে পাঠানো হয়েছিল। যেখানে তিনি সফলও হন। তাই, তাঁকে ৪ নম্বরে পাঠানো হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের এই জেলাগুলির ওপর দিয়ে তৈরি হবে হাইস্পিড করিডোর! আপনার জেলা রয়েছে কি?

যদিও, শুক্রবারের ওই ম্যাচে ৭ নম্বরে ব্যাট করতে নামেন অক্ষর। তখন ভারতীয় দল (India National Cricket Team) ৫ উইকেট হারিয়ে ১৩২ রানে দাঁড়িয়েছিল। সেখান থেকেই ইনিংসের হাল ধরেন তিনি। রোহিত শর্মার পর ভারতের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন অক্ষর। এমতাবস্থায়, কম চাপে ব্যাট করতে এলে তিনি আরও ভালো খেলতেন।

আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে উঠে ফের শুরু বিক্ষোভ! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ বাংলাদেশ সরকারের

পিচে স্পিনাররা পাচ্ছিলেন সাহায্য: আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ স্পিন বোলারদের জন্য খুবই সহায়ক ছিল। এদিকে, স্পিনের বিরুদ্ধে অক্ষরের রেকর্ডও চমৎকার। ভারতের হয়ে (India National Cricket Team) তিনি টেস্ট ম্যাচে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করেছেন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হোম সিরিজেও তাঁর ব্যাট ভালো পারফর্ম করেছে। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৩৫-এর বেশি। জানিয়ে রাখি যে, অক্ষর এশিয়াতেই তাঁর ১৪ টি টেস্ট খেলেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর