বাংলাহান্ট ডেস্ক : স্বামীকে যারা খুন করেছেন তাদের মধ্যে কেউ কেউ এখনও রয়ে গিয়েছেন তৃণমূলে (Trinamool Congress)। একুশে জুলাইয়ের (TMC 21 July) সমাবেশে এসে দলকে নিয়েই বিষ্ফোরক মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। দুলাল খুনের পর দলের একাংশের বিরুদ্ধেই আঙুল তুলেছিলেন তিনি। একুশের সমাবেশে এসে ফের বিষ্ফোরক চৈতালি।
তৃণমূলের (Trinamool Congress) একুশের সভায় এসে বিষ্ফোরক অভিযোগ দুলাল সরকারের স্ত্রীর
তৃণমূলের (Trinamool Congress) তরফে একাধিক বার বলা হয়েছে, এবারের একুশে জুলাইয়ের (TMC 21 July) সমাবেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ ছাব্বিশের নির্বাচনের আগে এটাই শেষ একুশের সমাবেশ। এই উপলক্ষে বিভিন্ন জেলা থেকে কাতারে কাতারে কর্মী সমর্থকরা জড়ো রয়েছেন কলকাতায়। মালদার তৃণমূল (Trinamool Congress) কর্মী সমর্থকদের সঙ্গেই এসেছেন নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার।
কী অভিযোগ করলেন চৈতালি: একুশের সমাবেশের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন চৈতালি। বিষ্ফোরক অভিযোগ করে তিনি বলেন, ‘স্বামীকে যারা খুন করেছে তাদের কেউ কেউ এখনও তৃণমূলেই রয়েছে’। তাঁর কথায়, দলের কাছে দুলাল সরকার কী ছিলেন তা দলনেত্রী বারংবার বলেছেন। মালদায় যখন বেশি কেউ তৃণমূল (Trinamool Congress) করতেন না, তখন তিনিই দৌড়ে বেড়িয়েছেন।
আরও পড়ুন : একইসঙ্গে দুই ভাইকে বিয়ে মহিলার! কলিযুগের ‘দ্রৌপদী’ হয়ে গর্বিত সুনীতা বললেন…
অভিযোগ করেছেন শীর্ষ নেতৃত্বের কাছে: চৈতালি প্রশ্ন তুলেছেন, ‘আমার স্বামীকে যারা মেরেছেন তাদের মধ্যে কেউ কেউ এখনও তৃণমূলেই রয়েছে। তাদের আমার দলের বলে কী করে মানব? তারা তো দলে থেকে দলেরই ক্ষতি করছে’। এ বিষয়ে দলের (Trinamool Congress) উচ্চ নেতৃত্বকে সবটা জানিয়েছেন বলে জানান চৈতালি সরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও তিনি ব্যক্তিগত ভাবে সবটা জানিয়েছেন বলেও জানান।
আরও পড়ুন : ‘মনে হচ্ছে যেন স্বর্গ’, তৃণমূলে ‘ঘর ওয়াপসি’র পর উপলব্ধি রূপাঞ্জনার
প্রসঙ্গত, গত জানুয়ারিতে খুন হন মালদহের জনপ্রিয় তৃণমূল নেতা দুলাল সরকার। অভিযোগ উঠেছিল, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই খুন হতে হয়েছে তাঁকে। দলেরই একাংশের বিরুদ্ধে সেসময় সরব হয়েছিলেন স্ত্রী চৈতালি সরকার। এবারও তিনি দাবি করলেন, তৃণমূলের অন্দরেই লুকিয়ে তাঁর স্বামীর খুনিরা।