বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যে ভারতীয় টপ অর্ডারকে অপ্রতিরোধ্য মনে হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে আজ তারাই শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) মাঠে নেমে স্পিনের ফাঁদে হলেন নাস্তানাবুদ। অথচ ভারতের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। রোহিত শর্মা নিজের ১০,০০০ ওডিআই রান সম্পূর্ণ করেছিলেন দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে। শুভমান গিল কিছুটা রক্ষণাত্মক ব্যাটিং করলেও সেট হয়ে গিয়েছিলেন।
কিন্তু খেলা সম্পূর্ণরূপে বদলে দিলেন শ্রীলঙ্কার বাঁ-হাতি অফস্পিনার দুনীথ ওয়েলালাগে। প্রথমে শুভমান গিল, তারপর ছন্দে থাকা বিরাট কোহলি এবং শেষে পঞ্চাশের গণ্ডি পেরিয়ে যাওয়ার রোহিত শর্মাকে ড্রেসিংরুমে ফেরান তিনি নিজের প্রথম তিন ওভারে। সেই সঙ্গে তার বোলিংয়ে রান তোলাটাও কষ্টকর করে তোলেন ভারতের পক্ষে।
কিন্তু ভারতীয় দল একটা ব্যাপারে স্বস্তি পেতে পারে। কলম্বোতে পিচের পরিবর্তন দেখে রোহিত শর্মা আজ মাঠে নেমেছেন তিন স্পিনার নিয়ে। ফলে শ্রীলঙ্কার কাজটাও অতটা সহজ হবে না। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচের পর তাদের কাছে আরও একটা সুযোগ নিজেদের যোগ্যতা প্রমাণ করার।
তিনটে উইকেটে এসেছে পিচ থেকে আসা অতিরিক্ত সাহায্যের কারণে। শুভমান গিলের ক্ষেত্রে বলটি অতিরিক্ত টার্ন করে তাকে চমকে দেয়। বিরাট কোহলির ক্ষেত্রে বলটা কিছুটা থমকে আশায় কোহলির মিস টাইম করেন এবং শর্ট মিড উইকেটে ক্যাচ দেন। রোহিত শর্মার ক্ষেত্রে বলটি নিচু হয়ে আসায় ডেলিভারিটি সামলাতে পারেন না ভারতীয় অধিনায়ক। ৪৮ বলে ৫৩ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হো্ন তিনি।
আরও পড়ুন: কোহলির সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানকে হারিয়েও ফাইনালে উঠবে না ভারত! বদলাতে হবে ১৫ বছরের ইতিহাস
প্রতিবেদনটি লেখার সময় ভারতের হয়ে ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল এবং ঈশান কিষাণ। দুজনেই চলতি টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের ব্যাটিং দক্ষতার প্রমাণ দিয়েছেন। এরপর হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা মাঠে নামবেন। ভারতের বড় স্কোরের আশা এখনই শেষ হয়ে যায়নি। প্রতিবেদনটি লেখার সময় ২২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের স্কোর ১১৬।