‘অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, ডার্বিতে লাল-হলুদ ঝড়ের মাঝেই CAA-র দাবিতে এক হল মোহনবাগান-ইস্টবেঙ্গল

Published on:

Published on:

Durand Cup Derby there is no place for intruders Mohun Bagan-East Bengal unite in CAA demand amid red-yellow storm in Derby

বাংলা হান্ট ডেস্ক: এবারের ডুরান্ড কাপ (Durand Cup Derby) যেন প্রতিবাদের মঞ্চ। এবার CAA নিয়ে সরব হল ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল সমর্থকদের ঝরে পড়ল CAA নিয়ে সরব । ইস্টবেঙ্গলের গ্যালারিতে স্পষ্ট লেখা দেখা গেল ‘যাদের জন্য ছাড়লাম দেশ, তারাই পরেছে বাঙালির বেশ’। পাশাপাশি মোহনবাগানের গ্যালারিতে দেখা গেল ‘প্রতিটি হিন্দু শরনার্থী আমার ভাই, অনুপ্রবেশকারীদের এদেশে ঠাঁই নাই’ লেখা ব্যানার। খেলার মাঝে দ্বন্দ্ব থাকলেও এবার CAA নিয়ে একজোট হল দুইদল।

ডার্বিতে লাল-হলুদের দাপট, ডুরান্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গল (Durand Cup Derby)

এ যেন এক অনবদ্য জয়। যুবভারতী ক্রীড়াঙ্গনে জ্বলছে লাল হলুদের মশাল। ডুরান্ড কাপের ডার্বির (Durand Cup Derby) রং আজ লাল হলুদে ঘিরে ধরেছে। ২-১ গোলে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান গিয়ে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে চলে গেলে লাল হলুদ শিবির। বহু বছর পর এবার ডার্বিতে এতটা আধিপত্য দেখালো ইস্টবেঙ্গল। গোটা ম্যাচ জুড়ে খুঁজে পাওয়া গেল না মোহনবাগানকে। প্রায় দেড় বছর পর বড়দের ডার্বিতে মোহনবাগানকে হারাল ইস্টবেঙ্গল। পাশাপাশি জোড়া গোল করলেন দিমিত্রিয়স। লাল- হলুদের জয়ে আপ্লুত ইস্টবেঙ্গলের (East Bengal) সমর্থকেরা ।

Durand Cup Derby there is no place for intruders Mohun Bagan-East Bengal unite in CAA demand amid red-yellow storm in Derby

আরও পড়ুন: সপ্তাহের প্রথমদিন ভিজবে দক্ষিনবঙ্গের ৮ টি জেলা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! জানুন আবহাওয়ার আপডেট

বিগত কয়েক বছর ধরে কলকাতার ডার্বি পরিসংখ্যান দেখলে ইস্টবেঙ্গলের হারের সংখ্যা সবথেকে বেশি। যদি দেখা যায় ISL ডুরান্ড কাপের ডার্বি ধরলে ইস্টবেঙ্গল ২০২৩ সালের শেষবারের মতন জিতেছিল। সেখান থেকে আবার ২০২৫ সালে কাম ব্যাক করল। আর এই জয়ে আপ্লুত হয়েছে এ ইস্টবেঙ্গলের সমর্থকরা।

বিগত কিছু বছর ধরে ফেসবুক সব বিভিন্ন সোশ্যাল মিডিয়া মোহনবাগান হামেশা ইস্টবেঙ্গল কে খোঁচা দেয়। এবার সেই খোঁচার মোক্ষম জবাব দিল লাল হলুদ শিবির। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ২-১ গলে হারিয়ে দিল লাল হলুদ বাহিনী। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া করেন দিয়ামান্তোকোস। এই জয়ের পরে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে পুরো লাল -হলূদ শিবির।

পাশাপাশি ‘CAA’-র দাবিতে এক হল মোহনবাগান ইস্টবেঙ্গল দলের সমর্থকেরা। গ্যালারিতে দাঁড়িয়ে একসঙ্গে হুঙ্কার দিল দুই দলের সমর্থকেরা। এছাড়াও বড় ব্যানারে দেখা গেল, বড় বড় করে লেখা আছে ‘ যাদের জন্য ছাড়লাম দেশ, তারাই পরেছে বাঙালির বেশ’। শুধু ইস্টবেঙ্গল নয়, চমকপ্রদ টিফো দেখা গেল মোহনবাগান গ্যালারিতেও। জানা যায়, সবুজ-মেরুন সমর্থকরা অবশ্য এদিন মূলত খেলা সম্পর্কিত টিফোই এনেছিলেন।